Lake Chowmuhani Market : লেইক চৌমুহনী বাজারে বেআইনিভাবে গড়ে ওঠা অস্থায়ী দোকানগুলিকে গুঁড়িয়ে দিল আগরতলা পুর নিগম। প্রশাসনের তরফে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে রাস্তায় দখল করে রাখা এসব দোকান সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা তৈরি করছিল। কিন্তু প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও ব্যবসায়ীরা দখল ছাড়েননি। তাই বাধ্য হয়েই উচ্ছেদ অভিযান চালানো হয়।
দু’দিন আগেই আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বাজার এলাকা পরিদর্শনে যান। তখনই পুরো নিগমের পক্ষ থেকে অবৈধ দখলমুক্ত করার নির্দেশ জারি হয়। তার পরেই নামানো হয় বুলডোজার। একে একে ভেঙে দেওয়া হয় রাস্তার ধারে গড়ে ওঠা একাধিক অস্থায়ী দোকান।
তবে এই অভিযান ঘিরে ক্ষোভে ফেটে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তাঁদের দাবি, বহু বছর ধরে তাঁরা এখানে ব্যবসা করছেন। পূর্বতন সরকার আমলে কখনও এভাবে উচ্ছেদ করা হয়নি। বিজেপি সরকারের আমলে এমন দমনমূলক পদক্ষেপ তাঁদের অস্তিত্ব বিপন্ন করে তুলেছে।
ব্যবসায়ীদের অভিযোগ, আগাম কোনও নোটিশ ছাড়াই দোকান ভেঙে দেওয়া হয়েছে। পুনর্বাসনেরও কোনও উদ্যোগ নেওয়া হয়নি পুর নিগমের তরফে। ফলে একাধিক পরিবার পড়েছে চরম আর্থিক সংকটে। প্রশাসনের আচরণকে ‘অমানবিক’ বলেও অভিযোগ তুলেছেন তাঁরা।
কিছু ব্যবসায়ী দের দাবী তাদের কে মাইকিং করে গতকাল জানানো হয়েছিল বাঁশ এর খুঁটি নির্মিত দোকান গুলি সরানোর জন্য। তবে দোকানই যে সরিয়ে নিতে হবে টা বলা হয়নি। ছাতা দিয়ে অস্থায়ী ভাবে ব্যবসা করছিলেন ব্যবসায়ীরা। সেটাও ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। মানুষের পেটে লাঠি দিয়েছে পুরো নিগম, এমনটাই মন্তব্য করছেন তারা।