খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 23 July 2025 - 10:57 PM
বুধবার, ২৩ জুলাই ২০২৫ - ১০:৫৭ অপরাহ্ণ

Kumarghat CPIM News : বিদ্যুৎ বিল বর্ধিত করণের প্রতিবাদে কুমারঘাটে বিক্ষোভ

Kumarghat CPIM News
1 minute read

Kumarghat CPIM News : বিদ্যুৎ এর স্মার্ট মিটার কে ঘিরে গোটা রাজ্য ব্যাপী উত্তাল পরিস্থিতি। দিকে দিকে এই স্মার্ট মিটার কে ভূতুড়ে মিটার বলে আখ্যা দিয়ে জনতা বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেছেন। এই বিদ্যুৎ এর মাশুল বৃদ্ধি প্রসঙ্গ দল মত নির্বিশেষে এখন সর্ব সাধারণের সমস্যা।

অতঃপর আম জনতার এই সমস্যা নিয়ে বারংবার সরব হচ্ছেন বামেরা। রাদ্য সিপিআইএম এর পক্ষ থেকে প্রায় নিত্যদিন বিভিন্ন জেলা মহকুমা স্তরে প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে।

বিদ্যুত বিলের এর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার কুমারঘাট সিপিআইএম এক বিক্ষোভ মিছিল প্রদর্শন করে DGM এর নিকট গণডেপুটেশন প্রদান করলো।

তৎসঙ্গে কুমারঘাট শহরে প্রকাশ্য সভার আয়োজন করা হয় সোমবার। উক্ত কর্মসূচী তে উপস্থিত ছিলেন কুমারঘাট CPIM নেতৃত্ব প্রসেনজিৎ সিনহা, সমর রায়, বাসুদেব ভট্টাচার্যী, সুব্রত দাস সহ সংগঠনের অন্যান্য কর্মীরা।

এদিন সভায় রাজ্যের শাসক শিবির এর নানাবিধ জন বিরোধী কার্যকলাপের তুমুল সমালোচনা করেন উপস্থিত নেতৃত্বরা। বিজেপি সরকার কর্পোরেট এর স্বার্থ রক্ষা করতে গিয়ে কিভাবে সাধারণ মানুষের পকেট লুট করছে সেই নিয়ে দীর্ঘ আলোচনা করেন বাম নেতৃত্বরা।

আদানি আম্বানি দের স্বার্থ রক্ষা করতে বরাবরই বিভিন্ন সংস্থা কে বেসরকারি করণ চলছে। তৎসঙ্গে কেন্দ্রীয় সরকারের এই স্মার্ট মিটার প্রকল্প সাধারণ মানুষ কে নতুন ভাবে বিপদের মুখে ফেলেছে। শুধু মাত্র বিল নয়, এর সাথে জুড়ে দেওয়া হয়েছে একাধিক চার্জ। যার বিষয়ে অধিকতর গ্রাহক অবগত নন।

কারো কারো এক মাসের বিল আসছে লক্ষাধিক টাকা। যা কোনোভাবেই সম্ভব নয়। একশো , দুইশত টাকার বদলে এখন বিল আসছে হাজার , দেড় হাজার টাকা। সমস্ত টাই কি কাকতালীয়? নাকি এই স্মার্ট মিটার এর স্মার্ট চুরি ? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

জনগন এর বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠছেন ক্রমশঃ। জনরোষের মুখে পড়ে আগামী দিনে রাজ্য সরকার এই বিদ্যুৎ এর স্মার্ট মিটার প্রকল্প কে খারিজ করবে কি ? সেদিকেই তাকিয়ে সকলে।

For All Latest Updates

ভিডিও