খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 24 January 2026 - 10:17 PM
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ - ১০:১৭ অপরাহ্ণ

Kalamchoura Ganja News : ভগবানের দোহাই, গাছ গুলো কাটবেন না – গাঁজা বিরোধী অভিযানে কান্নার রোল

Kalamchoura Ganja News
1 minute read

Kalamchoura Ganja News : রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমায় প্রশাসন কোমর বেঁধে গাঁজা নিধন যজ্ঞে নেমেছে। রাজ্য কে নেশা মুক্ত করে তুলতে গাঁজা বাগান ও গাঁজা বানিজ্য কে সমূলে উৎখাত করার দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছে রাজ্য পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশ মুলেই অনবরত নেশা বিরোধী অভিযান চলছে।

তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে সিপাহীজলা জেলা ও বিশালগড় মহকুমা পুলিশ প্রশাসনের উদ্যোগে এক সুবিশাল গাঁজা বিরোধী অভিযান চালানো হয়। যাতে প্রায় ১৫ লক্ষাধিক গাঁজা গাছ কেটে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে খবর মিলেছে।

উল্লেখ্য, বাম শাসনামলে রাজ্যের একটা বিশাল অংকের মানুষ এই গাঁজা বাণিজ্যের উপর নির্ভরশীল ছিল। গাঁজা বাগান থেকে গাঁজা উতপাদন করে তা বহিঃরাজ্যে এক্সপোর্ট করে রুজি রোজগার করা হত। কিন্তু বর্তমানে এই অবৈধ বানিজ্যে লাগাম টানতে পুলিশ কে ফ্রি হ্যান্ড দিয়েছে ডঃ মানিক সাহা র সরকার। তাই এখন আর খাস জমি কিংবা বন দপ্তরের খোলা জমিতে গাঁজা চাষ করা সহজ বিষয় নয়।

এদিন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস বিকাশ সেন্থিয়া এবং সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মার নেতৃত্বে বিশ্রামগঞ্জ থানা, কলমচৌড়া থানার পুলিশ, বনদপ্তরের কর্মীরা সহ টিএসআর ও বিএসএফ জওয়ানরা মিলে সকাল আটটা নাগাদ বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত গগন সরদার পাড়া, তক্তোমা ডুং এবং কলমচৌড়া থানার অন্তর্গত উত্তর কলমচৌড়া এলাকার টিলাভূমিতে বনদপ্তরের খাস জায়গায় বিকাল তিনটা পর্যন্ত এই অভিযান চালিয়েছেন।

একাধিক প্লটে আনুমানিক প্রায় ১৫ লক্ষ গাঁজা গাছ ধ্বংস করতে সক্ষম হয়। এই চিত্র দেখে কান্নায় ভেঙ্গে পরেন বাগানের মালিক পক্ষের জনজাতি মহিলারা। তারা হাত জোর করে আর্জি জানান গাছ গুলো যেন না কাটা হয়। ভগবানের দোহাই দিয়ে তাদের কে আটকাবার চেষ্টা করেন মহিলারা। কিন্তু তাতেও আটকানো গেল না।

তাদের সমস্ত আর্জি কে উপেক্ষা করেই অবৈধ গাঁজা বানিজ্যে লাগাম টানার লক্ষ্যে এদিন একের পর এক গাঁজা গাছ কেটে ধ্বংস করে দেয় প্রশাসনের আধিকারিকেরা। এদিন বিকাশ সিন্থিয়া জানিয়েছেন এভাবেই আগামী দিনেও অভিযান জারি থাকবে। যারাই এখনো এই গাঁজা বাণিজ্যের সাথে জড়িয়ে আছে তাদের কে হুঁশিয়ারি দেন তিনি।

ভিডিও