Kakori train incident
কাকোরি কাণ্ডে শহীদ দের প্রতি শ্রদ্ধা নিবেদনে ছাত্র সংগঠন
১৯শে ডিসেম্বর ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে কাকোরি ষড়যন্ত্র মামলায় শহীদ বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলো DYFI । এদিনের এই এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর মেলারমাঠ স্থিত ছাত্র যুব ভবনে। উল্লেখ্য ভারতের ইতিহাসে কাকোরির রেল লুটের ঘটনা এক হৃদয় বিদারক এবং রোমহর্ষক ঘটনা ছিল। যাতে ব্রিটিশ বিরোধী লরাইকে শক্তিশালী ও বেগবান করতে তৎকালে ভারতীয় বিপ্লবী দের প্রয়োজন ছিল প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলা বারুদ। কিন্তু অর্থাভাবে যখন তা আমদানি করা সম্ভব হচ্ছিলো না তখন তারা ব্রিটিশ দের লুট করে জমানো কোষাগার কেই লুটে সেই অর্থ দিয়ে এই অস্ত্রাদি কেনার পরিকল্পনা করেন। তখন উরিশ্যার কাকোরি রেল স্টেশনে তারা ব্রিটিশদের একটি ট্রেন লুট করেন। এই ঘটনার পরবর্তী সময়ে ব্রিটিশ পুলিশ বাহিনী ৪০ জন কে গ্রেফতার করে তাদের মধ্যে ৪ জন কে ফাঁসিতে ঝুলিয়ে দেন। আজ তাদের সেই শহীদান দিবস কে স্মরণ করেই তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলো dyfi। এদিন এই নিয়ে আরও জানিয়ে সংগঠনের সভাপতি পলাশ ভৌমিক আরও বলেন ১৯২৭ সালে আজকের দিনে যাদের কে ফাঁসি তে ঝুলিয়ে দেওয়া হয়েছিল তারা ছিলেন রাম প্রসাদ বিস্মিল, আস্ফাকুল্লা খান, ঠাকুর রশান সিং এবং রাজেন্দ্র নাথ লাহিড়ী। যারা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন ধর্মের লোক ছিলেন। কিন্তু তাদের উদ্দেশ্য ছিল এক। তারা ধর্মের বিভেদ কে প্রাধান্য দেন নি। তারা দেশের স্বাধীনতা আন্দোলন কে, ব্রিটিশ শাসন থেকে এই ভারত কে মুক্ত করতে কঠিন সংগ্রামে ঐক্য বদ্ধ হউয়াকে প্রাধান্য দিয়েছিলেন। সেই আন্দোলনে কোনো জাত ধর্ম বর্ণের বিভেদ ছিল না। এটাই হচ্ছে ভারতের ঐতিহ্য। পরাধীন ভারতের সেই স্বপ্ন আজ আরও একবার স্বপ্ন হয়ে গেছে। আজো বৈচিত্রের মধ্যে ঐক্য খুজি আমরা। তাদের এই স্বপ্ন কে বাস্তবায়িত করার লক্ষ্যেই আজো বামপন্থীরা , ছাত্র যুবারা সংগ্রাম জারি রেখেছেন।