Kaji Najrul birthday celebration by Tripura CM

কাজী নজরুল ইসলামের কবিতা, গান সহ অগণিত সৃষ্টিকর্মের মাধ্যমে মানবতা ও সাম্যের কথা বলে গেছেন। তিনি প্রেম ও দ্রোহের কবি ছিলেন। শনিবার রেন্টার্স সোসাইটি প্রাঙ্গণে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।
এদিন তিনি বলেন চেতনার কবি কাজী নজরুল ইসলাম। তার মধ্যে শোষক ও অত্যাচারীদের বিরুদ্ধে ছিল প্রতিবাদী ভাষা। বহু দুঃখ কষ্ট সহ্য করে তিনি নিজের লেখাপড়া চালিয়ে গিয়েছিলেন। বাংলাদেশ তাকে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে ভারতবর্ষেও তিনি মানুষের শ্রদ্ধার আসনে আজও বিরাজমান। রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল এই দুজন জগত বিখ্যাত কবিকে পেয়ে বঙ্গদেশ অবশ্যই সমৃদ্ধ এবং বাঙালি হিসেবে আমরাও গর্বিত। মুখ্যমন্ত্রী আরো বলেন, তিনি শুধু কবিতাই লিখতেন না, প্রায় ৩ হাজারের উপর গান লিখেছিলেন। এবং এই গানগুলোর অধিকাংশের সুরকারও ছিলেন তিনি। তাছাড়া তিনি লিখেছেন ছোট গল্প অসংখ্য কবিতা। নিজের কলমে সমাজ চেতনার গোড়া ধরে তিনি নাড়া দিয়েছিলেন।আজকের দিনেও তার কবিতা, গান মানুষের মনে অনুপ্রেরণা যোগায়। তার চিন্তাধারা লেখনী আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাকে বর্তমান প্রজন্মকে নতুন ভাবে জানতে হবে।

Kaji Najrul birthday celebration by Tripura CM
Kaji Najrul birthday celebration by Tripura CM

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মন্ত্রী সুশান্ত চৌধুরী,  আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ পালিত, ত্রিপুরা সরকারের এডভোকেট জেনারেল সিদ্ধার্থ শংকর দে।
এদিনের অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, কাজী নজরুল ইসলাম বাঙ্গালি মনীষার এক মহত্তম বিকাশ। বাঙালির সৃষ্টিশীলতার এক তুঙ্গীয় নিদর্শন।

টেকনোলজিস্টরা রক্তদান করলেন জিবির ব্লাড ব্যাংকে
Leave A Reply