Chemist and Druggist association press meet
দুই গোষ্ঠীতে বিভক্ত ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন। নতুন সংগঠনটির জন্ম হয়েছে বছর দেড়েক আগে। নতুন এই সংগঠনটির নাম অল ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন। বর্তমানে এই দুই সংগঠনের পদাধিকারীরা একে অপরের বিরুদ্ধে আর্থিক লেনদেন নিয়ে সরব হয়ে উঠেছে। বিভক্ত দুই সংগঠনের পদাধিকারীরা পরস্পর পরস্পরের প্রতি বিষোদগার সহকারে অভিযোগ-পাল্টা অভিযোগের মাধ্যমে কাজিয়া শুরু করেছে। উল্লেখ্য ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন বহু পুরনো সংগঠন। রাজ্যে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টদের এই একটিই সংগঠন ছিল। এই পুরনো সংগঠনটি আড়াআড়ি ভাবে ভেঙ্গে জন্ম দিয়েছে অল ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন নামে নতুন সংগঠনটির। ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের বর্তমান কমিটির পদাধিকারীদের অভিযোগ পুরনো সংগঠন ভেঙ্গে পুরনো কমিটির সম্পাদক, কোষাধক্ষ্য সভাপতি সহ কিছু সদস্য নতুন এই সংগঠনের জন্ম দিয়েছে। কিন্তু সংগঠন ভেঙ্গে তারা চলে যাবার সময় পুরনো সংগঠনের নতুন পদাধিকারিদের কোন রকম দায়িত্ব এবং হিসেব-নিকেশ বুঝিয়ে না দিয়ে তারা সংগঠন ছেড়ে চলে গেছে এবং অল ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন নামে নতুন সংগঠন তৈরি করেছে। নতুন সংগঠনের পদাধিকারীরা কেন পুরনো সংগঠনকে আর্থিক জমা খরচের হিসাব দিচ্ছে না তানিয়ে প্রশ্ন তুলেছে পুরনো সংগঠনের বর্তমান পদাধিকারীরা। এব্যাপারে সাংবাদিক সম্মেলন করে পুরনো সংগঠনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনলো অল ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন ।শনিবার আগরতলার অল ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন দুর্গা বাড়ি সংলগ্ন তাদের অফিস গৃহে সাংবাদিক সম্মেলন করে। সেখানে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা সহ অন্যান্যরা। এদিনের সাংবাদিক সম্মেলনে বিশ্বজিৎ সাহা বলেন নতুন সংগঠনের নতুন কমিটিতে বিগত দুই বছরের ব্যাংকের যাবতীয় নথিপত্র রয়েছে। তাছাড়া তারা পুরনো সংগঠনকে হিসাব বুঝিয়ে দেয়নি বলে যে অভিযোগ তা সম্পূর্ণ মিথ্যা। পুরানো সংগঠনকে অডিট রিপোর্ট দেওয়া হয়েছে। সেখানে তারা স্বীকার করে নিয়েছে পুরনো সংগঠনের নতুন কমিটির সমস্ত হিসেব বুঝে পেয়েছে। কিন্তু তারপরেও তারা ১৮ লক্ষ ১৯ লক্ষ টাকার হিসাব পায়নি বলে মিথ্যে অভিযোগ করে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাই নতুন সংগঠনের নতুন কমিটি আগরতলা পশ্চিম থানা থেকে শুরু করে আদালত পর্যন্ত গিয়েছে এই ব্যাপারটি নিয়ে। তিনি আরো বলেন পুরোনো কমিটি ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিষ্ঠের অফিস ঘর বেআইনিভাবে দখল করে বসে আছে। এই ধরনের কার্যকলাপের কারণেই আদালতে মামলা চলছে বলে জানান নতুন সংগঠনের পদাধিকারীরা। নতুন কমিটিকে বদনাম করার জন্যই পুরনো কমিটি অপপ্রচার চালাচ্ছে বলে ও অভিযোগ করেন সংগঠনের পদাধিকারীরা।