Blood donation camp

বৃহস্পতিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রাজধানীর জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়েছে। এসোসিয়েশন অফ রেডিওলজিস্ট ও টেকনোলজিস্ট ত্রিপুরা শাখার উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার সঞ্জীব দেববর্মা, জিবি হাসপাতালের ডেপুটি এমএস ডাক্তার কনক চৌধুরী সহ অন্যান্যরা।
এইদিনের রক্তদান শিবিরে এসোসিয়েশন অফ রেডিওলজিস্ট ও টেকনোলজিস্ট ত্রিপুরা শাখার সদস্য সদস্যারা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করেছেন। স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার সঞ্জীব দেববর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এসোসিয়েশন অফ রেডিওলজিস্ট ও টেকনোলজিস্ট ত্রিপুরা শাখা একটা নতুন সংগঠন। এই সংগঠনটি পথ চলা শুরু করেছে রক্তদান শিবির আয়োজনের মধ্য দিয়ে। এইটা একটা প্রশংসনীয় কাজ। বিগত এক সপ্তাহের মধ্যে বেশ কয়েকটি রক্তদান শিবির হয়েছে। ধারাবাহিক ভাবে রক্তদান শিবিরের আয়োজন করা হলে রাজ্যে আর রক্তের সঙ্কট থাকবে না বলে জানান তিনি।

Leave A Reply