Kailasahar Water News : পান করার জন্যে নেই জল। এক দিন বা দু দিন নয়, টানা সাত মাস যাবত এই সমস্যায় জর্জরিত কৈলাশহর পূরপরিষদের অধীনে ১৫, নং এবং ১৬ নং ওয়ার্ড এলাকা।
জানা যায় , উক্ত এলাকা গুলিতে দীর্ঘ ৭ মাস ধরে নেই পানীয় জল। পুরপরিষদ কর্তৃপক্ষ এবং স্থানীয় কাউন্সিলরদের এই বিষয়ে বহুবার জানিয়েছেন স্থানীয়রা। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। তাই নিরুপায় হয়ে অবশেষে পথ অবরোধ কেই বেছে নিলেন স্থানীয়রা।
অতঃপর মঙ্গলবার কৈলাসহর সোনামারা এলাকায় পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকাবাসী। ব্যস্ততম পথে ঘণ্টা খানেক যাবত অবরোধ ডাকার ফলে দুদিকেই অসংখ্য যানবাহনের ভিড় জমে যায়। বিপাকে পরে যান স্কুল পড়ুয়া থেকে শুরু করে অন্যান্য যাত্রীরা।
দীর্ঘ সময় অবরোধ চলার পর ঘটনাস্থলে ছুটে আসেন কৈলাসহর থানার পুলিশ । পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমা শাসক কার্যালয়ের DCM সহ অন্যান্য আধিকারিকেরা। অবরোধকারীদের সাথে দীর্ঘ সময় আলাপ-আলোচনা করে উক্ত সমস্যার সমাধানের আশ্বাস দেন তারা। অতঃপর ডিসিএম এর কাছ থেকে আশ্বাস পেয়ে পথ অবরোধ তুলে নেন এলাকাবাসীরা