Kailasahar
অসহ্য গরমে প্রাণপাত হবার পালা। আর এই অবস্থায় নেই কারেন্ট। বিষয়টা ভাবলে ও এই গরমে আপনার চরম বিরক্তিকর মনে হবে। এদিকে শত শত লোক এই পরিস্থিতির শিকার হয়ে হাপছেন ত্রিপুরায়।
ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাশহরে বিদ্যুৎ বিভ্রাটে ভুগছেন জনগণ। অবশেষে বিদ্যুৎ বিভ্রাট নিয়ে কৈলাশহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের অফিসের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন শহরের মানুষ।
উল্লেখ্য, চলতি মাসের ২৬ তারিখ প্রবল ঝড় বৃষ্টির কারণে শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙ্গে যায়। বিদ্যুতের তার ছিড়ে যায় এবং বিশাল আকৃতির গাছ বিদ্যুতের তারের উপর পড়ে যায়। যার ফলে গোটা কৈলাশহরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায়। যার ফলে বিপাকে পড়ে জনগণ । স্থানীয়রা দফায় দফায় কৈলাশহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডকে জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি। তাই আজ শহরবাসী বাধ্য হয়ে কৈলাশহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের অফিসের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এই পথ অবরোধ করার ফলে রাস্তার দু’পাশে আটকে পড়ে বহু যানবাহন থেকে শুরু করে পথচারীরা যার ফলে যানজটের সৃষ্টি হয়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কৈলাশহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকারের নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। পাশাপাশি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কৈলাশহর মহকুমা শাসক কার্যালয়ের ডিসিএম মতিরঞ্জন দেববর্মা। উনারা এসে দীর্ঘ সময় অবরোধ কারীদের সাথে আলাপ-আলোচনা করেন কিন্তু অবরোধকারীদের দাবি যতক্ষণ পর্যন্ত না বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওরা পথ অবরোধ মুক্ত করবে না ।
ত্রিপুরায় বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা দীর্ঘ পুরনো। অপরদিকে বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাঁই কম্পিউটারের হাতে দায়িত্ব যাবার পর থেকে অভিযোগের পাহাড় জমে পরে আছে তাদের বিরুদ্ধে। তথাপি এই সংস্থার বিরুদ্ধে জরুরী পদক্ষেপ নিচ্ছে না বিদ্যুৎ দপ্তর। মন্ত্রী মহোদয় সভা সমাবেশে রাজ্যের বিদ্যুৎ সমস্যা নিয়ে রা শব্দ টি ও করেন না। সার্বিক দিক থেকে রাজ্যের প্রতিটি জেলা , মহকুমায় বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা বর্তমান। সাঁই কম্পিউটারের গা হেলামির কারণে আগামী দিনে তারা ক্ষুব্ধ জনতার প্রকোপে ও পড়তে পারে বলে মনে করেন অনেকেই। খবর লেখা পর্যন্ত সমস্যার সমাধান নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।