খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 26 July 2025 - 01:03 PM
শনিবার, ২৬ জুলাই ২০২৫ - ০১:০৩ অপরাহ্ণ

Kailasahar Cpim Deputation : কৈলাসহরে পানীয় জলের চরম সঙ্কট, সমস্যা সমাধানের দাবীতে বামেদের ডেপুটেশন

Kailasahar Cpim Deputation
1 minute read

Kailasahar Cpim Deputation : রাজ্যের নানা প্রান্তে যেমন বিদ্যুৎ সংকট নিয়ে জনমানসে ক্ষোভ বাড়ছে, ঠিক তেমনই পানীয় জলের সমস্যাও দিনকে দিন জটিল আকার নিচ্ছে। দীর্ঘদিন ধরেই কৈলাসহর শহরে পানীয় জলের সরবরাহ অনিয়মিত—সেই পুরনো সমস্যার দ্রুত সমাধানে এবার এগিয়ে এলো ভারতের কমিউনিস্ট পার্টি ।

কৈলাসহর শহরে দীর্ঘদিনের পানীয় জলের সংকট আরও তীব্র আকার নিয়েছে। একাধিক ওয়ার্ডে দিনের পর দিন অনিয়মিত জলের সরবরাহে নাগরিক দুর্ভোগ চরমে উঠেছে। সেই সমস্যা নিরসনে এবার সক্রিয় হল বামফ্রন্ট। বৃহস্পতিবার সিপিআই(এম)-এর পক্ষ থেকে ডিডব্লিউএস দপ্তরে একটি গুরুত্বপূর্ণ দাবিপত্র জমা দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে, সিপিআই(এম)-এর কৈলাসহর শহর অঞ্চল কমিটির পক্ষ থেকে ডিডব্লিউএস (DWS) দপ্তরে ৫ দফা দাবিপত্র নিয়ে এক প্রতিনিধি দল ডেপুটেশন জমা দেয়। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের বহু এলাকায় পানীয় জল হয় আসেই না, আর এলেও তার নির্ধারিত সময় নেই। কোথাও দিনে একবারও জল পাওয়া যাচ্ছে না, আবার কোথাও সপ্তাহে মাত্র এক-দু’দিন জল সরবরাহ হয়। এই পরিস্থিতিতে নাগরিকদের নাভিশ্বাস উঠেছে বলেই অভিযোগ।

ডেপুটেশনের নেতৃত্ব দেন সিপিআই(এম) নেতা সাগর ভট্টাচার্য্য, পিয়ালী চক্রবর্তী, মোহিত লাল ধর, মানিক লাল রায়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য বিশ্বরূপ গোস্বামী, এবং শহরাঞ্চল কমিটির সম্পাদক অরুনাভ সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

দাবিপত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে—জলের সরবরাহ নিয়মিত করতে হবে, ন্যূনতম দিনে একবার জল সরবরাহ নিশ্চিত করতে হবে, জরুরি ভিত্তিতে সংস্কারের কাজ শুরু করতে হবে, ওয়ার্ডভিত্তিক মনিটরিং চালু করতে হবে এবং নাগরিক অভিযোগের জন্য একটি হেল্পলাইন চালু করা হোক।

ডিডব্লিউএস দপ্তরের আধিকারিকদের কাছে দাবিগুলি তুলে ধরার পাশাপাশি, প্রতিনিধি দল সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপের আহ্বান জানান।

এই ইস্যুতে সিপিআই(এম)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি পূরণ না হলে বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটবে তারা।

For All Latest Updates

ভিডিও