Kailasahar Abdul Mannan News : কিছুদিন আগেই কৈলাশহরে ঊনোকোটি জেলা হাসপাতালের পক্ষ থেকে বিটুমিনাস প্ল্যান্ট কে ঘিরে বেশ কিছু অভিযোগ উত্থাপিত করে সাংবাদিক সন্মেলন করা হয়। অতঃপর ২৪ ঘণ্টার মধ্যেই বন্ধ করে দেওয়া হয় প্ল্যান্ট টি ।
ততসঙ্গে বিটুমিনাস প্ল্যান্ট এর মানিক তথা বিশিষ্ট কনট্রাক্টর আব্দুল মান্নান এর একটি গাড়ি তে অগ্নি সংযোগ এর ঘটনা ও প্রকাশ্যে আসে। তবে পরিস্থিতি এই অব্দিই সীমিত থাকেনি। এবার আব্দুল মান্নান সহ তার গোটা পরিবারের উপর এক দল দুষ্কৃতী আক্রমণ চালিয়েছে।
আহত হয়েছে আব্দুল মান্নান সহ তার পরিবারের চার সদস্য। জানা যায়, মঙ্গলবার, সকাল ১০ টায় আব্দুল মান্নানের বাড়িতে আক্রমণ চালায় কিছু দুষ্কৃতিকারী। যার ফলে আব্দুল সহ তার পরিবারের মহিলারা অব্দি আক্রান্ত হয়ে বর্তমানে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে গোটা ঘটনা সিসিটিভি ক্যামেরায় বন্দী হয়েছে। পুলিশ যদি সঠিক তদন্ত করে তবে দোষীরা অবশ্যই গ্রেফতার হবে। যদিও এর আগেও দুষ্কৃতী দের নামে মামলা করার পরেও পুলিশ তাদের কোনো এক অজানা কারণে গ্রেফতার করেনি। এবার এই ঘটনার পর পুলিশ আদৌ কোনো ভূমিকা গ্রহন করে কিনা সেটাই দেখার বিষয়।