খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Monday, 14 July 2025 - 06:47 AM
সোমবার, ১৪ জুলাই ২০২৫ - ০৬:৪৭ পূর্বাহ্ণ

Jubarajnagar Congress Joining : বিজেপি থেকে ভরসা উঠে গেছে তাই ভরসার পাত্র হয়ে উঠেছে হাত শিবির

Jubarajnagar Congress Joining
1 minute read

Jubarajnagar Congress Joining : ত্রিপুরা বিজেপির থেকে ক্রমশই মুখ ফেরাচ্ছে দলেরই একনিষ্ঠ কর্মীরা। বিজেপির মোহ কাটিয়ে আবারো কংগ্রেস দলে যোগ দিচ্ছে বহু নেতা। এবার যুবরাজনগরে বিজেপি তে ভাঙ্গন ধরিয়ে কংগ্রেস এর হাত শক্ত করলো ভোটাররা।

রবিবার দিনটি ছিল যুবরাজনগর কংগ্রেস এর জন্যে একটি সুবর্ণ দিন। কারণ, আজ রাজ্যের শাসক দল বিজেপির হাত ছেড়ে কংগ্রেস দলে সামিল হয়ে গেছেন বিজেপিরই একজন একনিষ্ঠ কার্যকর্তা। এদিন জেলা কিষান কংগ্রেস কমিটির উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে।

এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশীষ সাহা, কিষান কংগ্রেস কমিটির প্রদেশ সভাপতি অশোক বৈদ্য সহ জেলা ও মহকুমা স্তরের কংগ্রেস কমিটির সদস্যরা। কিষান কংগ্রেস কমিটি আয়োজিত এদিনের এই সভায় যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের একজন পদাধিকারী ভারতীয় জনতা পার্টির প্রাক্তন নেতৃত্ব সেই দল ত্যাগ করে জাতীয় কংগ্রেস দলে যোগদান করেছেন। পাশাপাশি আরও দুজন ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে জাতীয় কংগ্রেস দলে যোগ দেন এদিন।

বলা বাহুল্য, উন্নয়নের এতো সব প্রচার , প্রসার সত্বেও ক্রমশই মানুষ বিজেপি দল থেকে মুখ ফেরাচ্ছেন। ক্রম বর্ধমান দুর্নীতির অভিযোগ, নব্য বিজেপি কর্মীদের অধিক গুরুত্ব দেওয়া , পুরাতন বিজেপি কর্মীদের অবহেলার চোখে দেখা, অসামাজিক কার্যকলাপ ও অপরাধের ক্রম বৃদ্ধির খবরে রাজ্যের বিভিন্ন অংশের মানুষ বিজেপির উপর থেকে ভরসা হারাতে শুরু করেছেন। আর তারই প্রতিফলন দেখা গেল এদিন যুবরাজ নগরে।

আর শুধুমাত্র যুবরাজ নগরেই নয়, রাজ্যের কোণায় কোণায় বহু ভোটার নিরবে প্রতিরোধ গড়ে তুলছেন বিজেপির বিরুদ্ধে। এমনকি পাহাড়েও বিজেপি এবং তিপ্রা মথা কে বিদায় জানিয়ে বিরোধী কংগ্রেস ও সিপিআইএম দলের হাত শক্ত করে তোলার প্রস্তুতি নিচ্ছেন অনেকেই।

তাছাড়া দলের আভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দল কিছুদিন বাদে বাদেই প্রকাশ পাচ্ছে, সেটা আলাদা বিষয়। তবে সব মিলিয়ে দিন কে দিন বিজেপি দল কে বয়কট করতে শুরু করেছে মানুষ এমনটাই গুঞ্জন রাজনৈতিক মহলে।

For All Latest Updates

ভিডিও