খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 11 October 2025 - 06:50 PM
শনিবার, ১১ অক্টোবর ২০২৫ - ০৬:৫০ অপরাহ্ণ

Jolaibari Missing Case : সন্তান সহ নিখোঁজ মেয়ে, মেয়েকে খুঁজে পেতে সংবাদমাধ্যমের দারস্ত হন অসহায় মা!

Jolaibari Missing Case
1 minute read

Jolaibari Missing Case : ২ বছরের কন্যা সন্তান সহ বাপের বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ মেয়ে। হন্যে হয়ে থানায় বাড়ি দৌড়ে বেরাচ্ছেন অসহায় মা। অবশেষে নিরুপায় হয়ে সংবাদ মাধ্যম কে জানালেন নিজের দুঃখের কথা।

ঘটনার বিবরণে প্রকাশ, ৭ই জুলাই সোমবার সন্তান নিয়ে বাপের বাড়ি যায় রিয়া দেবনাথ নামে ঐ মেয়ে। সেখান থেকেই আচমকা ২ বছরের সন্তান কে নিয়ে নিখোঁজ হয়ে যায় রিয়া।

খবর দেওয়া হয় তার স্বামী রঞ্জিত দেবনাথ কে। রিয়ার মা তার মেয়ে জামাই কে নিয়ে মেয়েকে অনেক খুজাখুজি করেও মেয়ের খোঁজ না পাওয়া গেলে অবশেষে থানার দ্বারস্থ হন। উল্লেখ্য তাদের বাড়ি জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের অধীনে রামরাইবাড়ী এলাকায়। জোলাইবাড়ি থানায় নিখোঁজ মামলা দায়ের করার পর পুলিশ তদন্তে নেমে মেয়ের খোঁজ পায়।

কিছুদিন বাদে মেয়ের মা পুনরায় থানায় গেলে তারা জানান রিয়া দেবনাথ তার মেয়ে সহ আসামের করিমগঞ্জে আছে। তারা যেন গিয়ে মেয়েকে নিয়ে আসে। পুলিশের এহেন আচরণে হতবাক হয়ে যায় রিয়ার মা সহ পরিবার। যে পুলিশের দ্বারস্থ হয়ে মেয়েকে ফিরে পেতে আশাবাদী ছিলেন তারা সেই পুলিশ বাবুরা উল্টে তাদের কেই রিয়া কে নিয়ে আসতে বলছেন, এটা শোনার পর রিয়ার মা মানসিক ভাবে ভেঙ্গে পড়েন।

পুলিশের কাছ থেকে কোনো ধরণের সহযোগিতা না পেয়ে অবশেষে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন তিনি। মেয়েকে ফিরে পেতে আকুতি মিনতি করছেন সহায় মা। এদিকে গৃহবধূ সন্তান সহ বহিঃরাজ্যে কেনই বা চলে গেছে সেটা নিয়েও রয়েছে ধোঁয়াশা। নাকি অন্য কোনো ঘটনা রয়েছে এর পেছনে সেটা যদিও এখনো স্পষ্ট নয়। অনেকেরই অনুমান , চিরাচরিত ভাবেই হয়তো বা এই গৃহবধূ ও পর পুরুষের হাত ধরে পালিয়েছে। তবে এখনো এই বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

For All Latest Updates

ভিডিও