খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 28 November 2025 - 02:18 AM
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ - ০২:১৮ পূর্বাহ্ণ

Jitendra Choudhury GB Visit : কমলপুর সন্ত্রাসে আহত বিডিও ও ইঞ্জিনিয়ার, আহতদের খোঁজ নিতে হাসপাতালে জিতেন্দ্র চৌধুরী

Jitendra Choudhury GB Visit
1 minute read

Jitendra Choudhury GB Visit : কমলপুর শান্তির বাজারে নৃশংস তম রাজনৈতিক সংঘাতে গুরুতর আহত দের খোঁজ নিতে জিবিপি তে ছুটে গেলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বিজেপি মথা জোট নিয়ে করলেন কড়া মন্তব্য।

গতকাল ২৩শে অক্টোবর তিপ্রা মথা সমর্থিত সিভিল সোসাইটির ডাকা বনধ কে ঘিরে সন্ধ্যে নাগাদ উত্তপ্ত হয়ে উঠে কমলপুর মহকুমার শান্তির বাজার এলাকা। তাতেই স্থানীয় আম নাগরিক সহ একজন বিডিও ও অপরজন ইঞ্জিনিয়ার গুরুতর ভাবে আহত হয়েছেন। এদিনই তাদের কে নিয়ে আসা হয় জিবিপি হাসপাতালে। বর্তমানে তারা আইসিইউ তে চিকিৎসাধীন।

দফায় দফায় মুখ্যমন্ত্রী, বিরোধী দলীয় বিধায়ক, সাংসদ, প্রাক্তন মন্ত্রী সকলেই জিবি তে গেছেন আজ। একই ভাবে এদিন আহত দের শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিরোধী দলনেতা শাসক বিজেপি মথা জোট কে ধিক্কার জানান। তাদের উলঙ্গ , বর্বর ও নিকৃষ্টতম আচরনের প্রমাণ এই ঘটনা।

একটি সংগঠনের ডাকা বনধ কে ঘিরে এধরণের ঘটনা পুলিশের সামনে ঘটে গেলেও পুলিশ নির্বাক। এটাই চরম নিন্দনীয় বিষয়। অন্যদিকে মাননীয় মুখ্যমন্ত্রীর অব্দি হেলদোল নেই এতো কিছুর পরেও । দেশের শাসক দল বিজেপির দ্বারা নির্মিত রাজ্যে বিজেপি মথা জোট এর ডুবন্ত তরী পাড় করাতেই এটা তাদের মিলিজুলি নাটক, যার খেসার দিচ্ছে সাধারণ মানুষ, এমনটাই বললেন বিরোধী দলনেতা।

তিনি আরও বলেন, “জনগণের ওপর দমননীতি চালিয়ে রাজ্যে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। এটি ত্রিপুরার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়।“ জীতেন্দ্র চৌধুরী দাবি করেন, যারা এই হামলার সঙ্গে যুক্ত, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি তিনি সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে সরকারের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

এই ঘটনার পেছনে মথা বিজেপির যে ভোট বৈতরণী পারাপারের কারসাজী আছে তা ভালো ভাবেই বুঝতে পারছেন রাজ্যের সচেতন মানুষ। সম্প্রতি একাধিক ঘটনা ঘটে গেছে যা এই সরকার কে কালিমালিপ্ত করেছে এবং প্রশ্ন চিহ্নের মুখে দাড় করিয়েছে। মানুষ যাতে সেই সমস্ত ইস্যু থেকে চোখ সরিয়ে নেয় সেই চেষ্টা করছে জোট সরকার। তবে মানুষ বোকা নন। এর জবাব ঠিক দেবেন মানুষ, সঠিক সময়ে সঠিক স্থানে।

For All Latest Updates

ভিডিও