খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 10 July 2025 - 02:20 AM
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ - ০২:২০ পূর্বাহ্ণ

Iran Israel War News : ইরান কে রুখতে পর পর পারমাণবিক হামলা ইসরায়েল এর, নিহত ৫৮৫ , আহত আরও বহু

Iran Israel War News
1 minute read

Iran Israel War News : ইরানের দিকে নিশানা দেগে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল। এখন অব্দি ৫৮৫ জন প্রাণ হারিয়েছে ইরানে। আহত আরও প্রায় ১৩ শতাধিক। তেহরান ছেড়ে পালাচ্ছেন সাধারণ নাগরিক। পেট্রোল পাম্প গুলোতে বাড়ছে ভিড়।

শুক্রবার ইসরায়েল ইরান কে লক্ষ্য করে প্রথম হামলা চালায়। তাদের বক্তব্য ইরান পারমাণবিক বোমা নির্মাণের দিকে ক্রমশই এগিয়ে যাচ্ছে। যা কিনা বিশ্ব শান্তি কে হুমকির মুখে ফেলতে পারে। ইরানের পারমাণবিক এক্সপারিমেন্ট নিয়ে বিশ্ব স্তরেই নানা বিধ গুঞ্জন ছিল। আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা গুলো ইরানের পারমাণবিক অস্ত্র নির্মাণ ও ব্যবহার নিয়ে পূর্বেও আশঙ্কা প্রকাশ করে এবং একাধিকবার তাতে নিষেধাজ্ঞা ও জারি করে। কিন্তু পুনরায় এহেন কার্যকলাপে আবারো বিশ্ব শান্তি নিয়ে চিন্তার কারণ দেখা দিচ্ছে।

ইসরায়েল সম্প্রতি ইরানে পারমাণবিক অস্ত্র নির্মাণ ও তার অসৎ ব্যবহারের উদ্দেশ্য নিয়ে অবগত হতে পেরেছে। সেই কারণেই তাদের কে রুখতে এবং তাদের এই পারমাণবিক এক্সপারিমেন্ট বাতিল করতে পরপর হামলা চালানো হয়েছে। যাতে ইরানের বহু বৈজ্ঞানিক ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে। ইসরায়েলের পাল্টা দিতে ইরান ও একের পর এক পারমাণবিক শক্তি প্রয়োগ করে চলেছে।

জানা গেছে পারমাণবিক বোমা তৈরির একেবারে দোরগোড়ায় পৌঁছে যায় ইরান। আর সেজন্যেই তাদের কে রুখতে এই হামলা চালায় ইসরায়েল। তবে হামলা পাল্টা হামলায় আরও একবার যুদ্ধ কালীন পরিস্থিতি সৃষ্টির ফলে অশান্ত ভৌগোলিক রাজনীতি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্র্যাম্প তেহরান বাসী কে অতিসত্বর তেহরান ছাড়ার বার্তা দিয়েছেন। যাতে আগামী দিনে আরও বড় মাপের আক্রমণ এর আশঙ্কা করতে পেরে রাতারাতি তেহরান ছাড়তে দেখা যাচ্ছে স্থানীয় ও বিদেশী সকল নাগরিক দের। মঙ্গলবার রাত থেকেই তেহরান এর সমস্ত রাস্তা ঘাটে প্রচুর যানজট, ভিড় চোখে পড়ছে পেট্রোল পাম্প গুলিতে । রীতিমতো প্রাণ বাঁচিয়ে পালাচ্ছেন মানুষ।

এদিকে ইরানের অস্ত্র ভাণ্ডার গুলো কে লক্ষ্য করে ইসরায়েল যে হামলা চালিয়ে যাচ্ছে তাতে এখন অব্দি ইরান সেনার স্টাফ চিফ মোঃ বাঘেরি সহ হোসেন সালামি ও আরও দুই শীর্ষ স্তরের সেনা আধিকারিকের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। পরিস্থিতি ক্রমশই ভয়াবহ হচ্ছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদ সূত্র।

For All Latest Updates

ভিডিও