খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 28 October 2025 - 02:34 AM
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ - ০২:৩৪ পূর্বাহ্ণ

IPFT Press Meet : আইপিএফটি কে সন্ত্রাসী সংগঠন বলে আখ্যা , ভুল স্বীকার করেছেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা

IPFT Press Meet
1 minute read

IPFT Press Meet : কখনো একটি জনজাতি গোষ্ঠী কে নিয়ে বিতর্ক কখনো বা একটি স্বীকৃত রাজনৈতিক দল কে নিয়ে, ইদানিং কালে মঞ্চে দাঁড়িয়ে নিজের একাধিক বক্তব্যের জেরে বিতর্কের মুখে পড়তে হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা কে।

গত ২০/১০/২০২৫ ইং তারিখে বিহারের নির্বাচনী প্রচারে গিয়ে একটি জনসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা আই পিএফটি রাজনৈতিক দল কে সন্ত্রাস বাদী সংগঠন বলে আখ্যা দিয়েছিলেন। এতে করে স্বভাবতই চাঞ্চল্য ছড়ায়। আইপিএফটি যেখানে ২০১৮ সালে বিজেপি সরকারের ক্ষমতায় আসা এবং সরকার গড়ার ক্ষেত্রে একটি অন্যতম ভূমিকা পালন করেছিল সেই দল বর্তমানে ও শাসক শরিক এমন একটি দল কে নিয়ে মুখ্যমন্ত্রীর এহেন বক্তব্য কোনোভাবেই গ্রাহ্য করা যায়না।

অতঃপর এই নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করে আই পিএফ টি। কিন্তু পরবর্তী সময় নিজ সামাজিক মাধ্যমে এবং দলের সভাপতি প্রেম কুমার রিয়াং কে ফোন যোগে জানান যে উনি মঞ্চে দাঁড়িয়ে এনএলএফটি ও এটিটিএফ এর নাম নিতে গিয়ে ভুল বশত আইপিএফটি বলে ফেলেন। এজন্যে উনি দুঃখ প্রকাশ ও করেন এবং সামাজিক মাধ্যমেও একথা স্বীকার করেন। এর পর ঘটনাটি সেখানেই মীমাংসা হয়ে যায়।

কিন্তু আইপিএফটি দলীয় সমর্থক দের একটা অংশ এখনো সেই ভুল কে মার্জনা না করে ক্ষোভ পুষছেন। তাই এই নিয়ে গতকাল অর্থাৎ ২২শে অক্টোবর আইপিএফটির রাজ্য সভাপতি প্রেম কুমার রিয়াং এর সরকারি বাসভবনে এক আলোচনা সভা হয় । সেখান থেকেই একাধিক বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়। আজ এক প্রেম মিট এর মধ্যে দিয়ে সেই সিদ্ধান্ত গুলো জানানো হয়।

প্রথমত , এধরনের বিতর্কিত মন্তব্য থেকে যাতে রাজ্যের সরকারে আসীন দলের যে কেউ বিরত থাকেন সেই আহ্বান জানানো হয়, দ্বিতীয়ত আগামী ৪ঠা নভেম্বর দলের পক্ষ থেকে রাজ্যের ৮টি জেলায় তিপ্রা ল্যান্ডের দাবী কে আরও জোরালো করতে এওেরনেস প্রোগ্রাম করার সিদ্ধন্ত হয় ।

তৃতীয়ত , দল কে আরও শক্তিশালী করতে আরও নতুন করে ৪ জন কে দলের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির স্পেশাল ইনভাইটি মেম্বার হিসেবে নিজুক্তি দেওয়া হয়। তাদের মধ্যে রয়েছেন , সুখুরঞ্জন দেববর্মা বিশ্রামগঞ্জ, বীর সাধন জমাতিয়া , কিল্লা, উপেন্দ্র রিয়াং দামছরা এবং দীপক দেববর্মা , করমছড়া।

For All Latest Updates

ভিডিও