Guru Purnima Meyor Dipak Majumder : আজ গুরু পূর্ণিমার পবিত্র দিনে শিক্ষার আলো ছড়ানো সেইসব গুণীজনদের প্রতি শ্রদ্ধা জানালেন রামনগর কেন্দ্রের বিধায়ক ও আগরতলার মেয়র দীপক মজুমদার।
জীবনের নানা পর্যায়ে যাঁরা আমাদের গঠন করেন, অনুপ্রেরণা দেন—তাঁদের সম্মান জানাতে আজকের দিনটি বিশেষ তাৎপর্য বহন করে।
এই উপলক্ষে মেয়র দীপক মজুমদার নিজ উদ্যোগে এলাকার কয়েকজন বিশিষ্ট গুরুর বাসভবনে গিয়ে তাঁদের সংবর্ধনা জানান। প্রথমে তিনি উপস্থিত হন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ ধনঞ্জয় গন চৌধুরীর বাসভবনে, যেখানে তাঁকে ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে সম্মানিত করেন। পরে তিনি দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত কোচ বিশ্বেশ্বর নন্দীর কাছেও পৌঁছে তাঁকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।
মেয়রের এই পদক্ষেপে গুরুর প্রতি সমাজের দায়বদ্ধতা ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ ঘটে। এই দিনটিতে বহু মানুষই ব্রত পালন ও পুজোর মাধ্যমে তাঁদের গুরুজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে থাকেন।
এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুরু পূর্ণিমার বিশেষ তাৎপর্য তুলে ধরেন।