Goutam Prasad Dutta cpim : সিপিআইএম দলের উদ্যোগে শহীদ গৌতম প্রসাদ দত্তের ৪৬ তম শহীদান দিবস পালন করা হলো গোটা রাজ্য ব্যাপি। বাদ যায়নি সোনামুড়া মহকুমা ও। এদিন সোনামুড়া মহকুমার অন্তর্গত রবীন্দ্রনগর ও কাঠালিয়াতে পৃথক পৃথক দুটি কর্মসূচীর আয়োজন করা হয়। সকাল আটটায় প্রথমে খবর উঠে আসে গোমতী নদীর দক্ষিণে রবীন্দ্রনগর বাজারের- সিপিআইএম স্থানীয় অঞ্চল কমিটির উদ্যোগে পালিত হয় উনার শহীদান দিবস।
কর্মসূচির প্রথম পর্বে, পতাকা উত্তোলন ও শহীদ স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে একে একে উপস্থিত নেতা কর্মীরা সবাই প্রয়াত গৌতম প্রসাদ দত্ত কে রেড স্যালুট প্রদান করেন । পরবর্তী সময়ে শহীদের প্রতি এক মিনিট নীরবতা পালন করেন তারা ।এদিন এই কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন অঞ্চল সম্পাদক মিজান মিয়া, যুবনেতা মোঃ হানিফ, ইমরান হোসেন, সাইফুল বাশার ও চানু মিয়া সহ অন্যান্য নেতৃত্বরা।
দ্বিতীয় খবর টি উঠে আসে কাঁঠালিয়া থেকে। এদিন একই ভাবে কাঁঠালিয়া স্থিত সিপিআইএম অফিস প্রাঙ্গনে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচীর প্রথম পর্বে পতাকা উত্তোলন ও শহীদ স্মৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত বামপন্থী বিভিন্ন গণসংগঠনের নেতাকর্মীরা। এছাড়া অন্যান্য নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ সিপিআইএম কর্মী ননী পাল, আব্দুর রহিম, পল্টন দিয়ে সহ আরো অনেকেই।
দ্বিতীয় পর্বে, আব্দুল রহিম শহীদ গৌতম প্রসাদ দত্তের সংক্ষিপ্ত রাজনৈতিক জীবনী আলোচনা করতে গিয়ে উনার কৃতিত্ব তুলে ধরেন। উনি বলেন বিশালগড় মহকুমার এক সক্রিয় নেতৃত্ব ছিলেন সিপিআইএম দলের গৌতম প্রসাদ দত্ত। ১৯ ৮০ সালের ঠিক এই দিনে তৎকালীন কংগ্রেসী দুষ্কৃতি হানাদাররা তাকে নৃশংসভাবে হত্যা করে ছিল ।
আব্দুল রহিম আরো বলেন, তৎকালীন সময়ে এই জাতীয় ঘটনা আরো একাধিক ঘটে ছিল। ঠিক বর্তমান বিজেপি সরকারের আমলেও রাজ্যের নানা প্রান্তে পার্টি কর্মী ও নেতৃত্বরা , স্থানীয়রা নানাভাবে আক্রান্ত হচ্ছে। বিজেপি দলের আশ্রিত দুষ্কৃতীরা ঘর বাড়ি ভাঙছে। যেমনটা এক সময় কংগ্রেসীরা করেছিল। আজ হয়তো তারাই দল বদলে একই কাজ চালিয়ে যাচ্ছে। রাজ্যে নেই গণতন্ত্র, নেই আইনের শাসন, গোটা রাজ্যে এক অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে বলে অভিযোগ করেন তিনি।
তবে, তিনি সমস্ত দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে আহ্বান রাখেন যে পরিস্থিতি এই জায়গায় থাকবে না। মানুষ ক্রমান্বয়ে সোচ্চার হচ্ছে, প্রতিবাদে রাস্তায় নামছে, আগামী দিন জনস্বার্থের পরিপন্থী পরিস্থিতি মোকাবেলা করতে জোরদার আন্দোলন করবেন বামপন্থীরা।