Gold chain rescued by west PS
ছিন্তাই যাওয়া সোনার চেইন ফিরে পেলেন বৃদ্ধা, ধন্যবাদ জানালেন পুলিশ বাবুদের
পশ্চিম থানার পুলিশ বাবুদের তৎপরতায় ছিন্তাই যাওয়া সোনার চেইন ফিরে পেলেন এক বৃদ্ধা মহিলা। জানা যায় গত ১০ই নভেম্বর সকাল সাড়ে ৭ টা থেকে ৮ টা নাগাদ কিছু ছিন্তাই বাজ একটি টুকটুক গাড়ি করে শংকরি সাহা নামের ঐ বৃদ্ধা মহিলার গোলা থেকে সোনার চেইন টি ছিন্তাই করে নিয়ে পালিয়ে যায়। তখন শংকরি দেবী কোনো কাজ সেরে বাড়ি ফিরছিলেন। অতঃপর শংকরি সাহা আগরতলা পশ্চিম থানার দ্বারস্থ হন এবং বিষয়টি জানান। পশ্চিম থানার পুলিশ ১৫৩/২০২৪ আন্ডার সেক্সন ৩০৪ (২)৩/(৫) বিএনএস এক্টে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেন। তদন্তকারী অফিসার এসআই সুজিৎ রুদ্রপাল, তদন্ত শেষে দেবব্রত দাস নামের এক ছিন্তাই বাজ কে আটক করেন এবং তার কাছ থেকে সেই সোনার চেইন টি ও উদ্ধার করা হয়। আজ ১৩ই জানুয়ারি তাঁকে কোর্টে প্রেরন করা হয়েছে। অন্যদিকে কোর্টের নির্দেশ মূলে সোনার চেইন টি এর আসল মালিক তথা শংকরি সাহার হাতে তুলে দিয়েছেন পশ্চিম থানার পুলিশ। উল্লেখ্য , ঘটনাটি ঘটে মোটর স্ট্যান্ড মধ্যপাড়া এলাকায়।
জনবহুল শহরাঞ্চলের দিনের আলোয় এভাবে ছিন্তাই বাজদের আস্ফালন বৃদ্ধি দেখে স্বাভাবিক ভাবেই সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে আশঙ্কা বাড়ছে। তবে রাজ্য পুলিশ ও যে শক্তহাতে চোর , ছিন্তাই বাজ দের ধরপাকড় করে তাদের কাঠগড়ায় দার করাতে বিলম্ব করছেন না তা এই ঘটনা থেকে স্পষ্ট।