Food Minister Sushanta Chowdhury : রাজ্য সরকারের জনসংভরণ দপ্তরের উদ্যোগে গতবারের মতোই এবারেও সমগ্র রাজ্য বাসীর উদ্দেশ্যে লাভ জনক সুবিধা প্রদানের প্রচেষ্টা । ৯ লক্ষ ৯০ হাজার রেশন কার্ড হোল্ডার দের বিনামূল্যে প্রদান করা হবে সুজি, ময়দা ও চিনি।
শারদোৎসব সহ লক্ষ্মী ও পুজো ও দীপাবলি – গোটা মাস ব্যাপি উৎসব মুখরিত থাকবেন রাজ্য বাসী। থাকবে রকমারি মিষ্টি, ও আহারের সম্ভার। এই অবস্থায় সকলকে সরকারি ভাবে প্রতিবছরই এই সুবিধা প্রদান করা হয়ে থাকে। তাই শারদোৎসবের প্রাক্কালে খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের তরফ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।
এই নিয়ে মাননীয় খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী শিশু বিহার স্কুল সংলগ্ন উনার সরকারি আবাসে নিজের মতামত ব্যক্ত করেছেন। পাশাপাশি রাজ্যবাসীর উদ্দেশ্যে উনার তরফ থেকে শারদীয়া দুর্গোৎসবের শুভেচ্ছা বার্তাও উনি সাংবাদিক বন্ধুদের সামনে উপস্থাপন করেছেন ।
শনিবার সকাল ১০:০০ ঘটিকায় উনার সরকারি আবাসন থেকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যবাসি কে। ততসঙ্গে রাজ্যের এপিএল, বিপিএল , অন্তঃদয় সমগ্র স্তরের রেশন কার্ড ধারী দের জন্যেই এই সরকারি সুযোগ প্রদানের ঘোষণা দিয়েছেন।
বিগত বছর থেকে এই নয়া উদ্যোগ গ্রহন করেছে রাজ্য সরকার। গত বছরে প্রায় ৫ কোটি ৫৬ লক্ষ টাকা ব্যয় করে এই সুবিধান ভোক্তাদের কে প্রদান করেছিল খাদ্য দপ্তর। এবারেও প্রায় ৭ কোটি টাকা খাদ্য দপ্তরের ক্যাশ ক্রেডিট একাউন্ট থেকে ব্যয় করে এই সুযোগ প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে । এতে করে গ্রামে গঞ্জে সর্ব অংশের গরীব দুঃস্থ অংশের মানুষেরা ও ব্যাপক সুবিধা লাভ কোর্টে পারবেন।
তিনি এদিন আরও বলেন, পূর্বে কোনো সরকার এধরণের ঐকান্তিক সিদ্ধান্ত নেবার সাহস করেনি। বর্তমান সরকার মানুষের জন্যে কাজ করে। পুজোর দিন গুলো যাতে রাজ্য বাসী ভালো ভাবে কাটাতে পারে সেই প্রচেষ্টা করে । তাই এই উদ্যোগ। স্বভাবতই রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি আপামর জনসাধারন।