খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 28 November 2025 - 02:26 AM
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ - ০২:২৬ পূর্বাহ্ণ

DYFI Railway Deputation : রাজ্যে সরকারি রেলে করে আসে নেশা সামগ্রী, নেই তদন্ত, সরব ছাত্র যুবারা

DYFI Railway Deputation
1 minute read

DYFI Railway Deputation : ভারতীয় রেল দিয়ে আসছে নেশা সামগ্রী। নেই তদন্ত, নেই কোনো স্পষ্টীকরণ। সরকার একদিকে নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে ওদিকে রাজ্যে সরকারি পরিবহন মাধ্যম কে কাজে লাগাচ্ছে নেশা কারবারি। এটা কি আদৌ সম্ভব ? হ্যাঁ সম্ভব, যদি সরকারের মদত থাকে তবে নিশ্চিত সম্ভব। কিছুটা এমনই অভিযোগ উঠছে বিরোধী মহলের তরফে। এবার এই ঘটনা নিয়ে সরব হল বামপন্থী যুব সংগঠন ডিওয়াই এফআই।

মঙ্গলবার বিকাল চার টায় আগরতলা রেল স্টেশনে “স্টেশন সুপারেন্ডেন্টের” নিকট ডেপুটেশান দিলো ডি ওয়াই এফ আই। কিছুদিন পূর্বে আগরতলা জিরানীয়া রেল স্টেশনে প্রায় সাড়ে ৪ কোটি টাকার নেশা জাতীয় কফ সিরাপ তথা ফেন্সিডিল উদ্ধার কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। সরাসরি সরকার কে বিঁধেছে বিরোধী রা। স্বভাবতই সরকারের অগোচরে এতো বড় কনসাইনমেন্ট কিভাবে রাজ্যে আসে, তাও আবার ভারতীয় রেলে করে এটা চিন্তার বিষয়।

বেশ কয়েকদিন পেড়িয়ে গেলেও এই নিয়ে এখনো পর্যন্ত পুলিশ কিংবা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি কোনো স্পষ্টীকরণ। রাজ্য কে নেশা মুক্ত করার ডাক দেওয়া সরকার এর নাকের ডগায় এতো বড় মাদক বাণিজ্যের পর্দা ফাঁস হয়ে গেলেও এখন অব্দি গ্রেফতার শূন্য। এটা ও নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।

অতঃপর এই নিয়ে আগরতলা রেল স্টেশনের সুপারিন্টেনডেন্ট এর নিকট ডেপুটেশান দিয়ে বেশ কিছু দাবী তুলে ধরেছেন ডিওয়াইএফআই এর প্রতিনিধি দল। দাবী গুলোর মধ্যে, জিরানিয়া রেল স্টেশনে যে রেল থেকে এই নেশা সামগ্রী উদ্ধার হয়েছে সেই রেলের মধ্যে কোন কোম্পানির মারফতে এই কনসাইনমেন্ট পাঠানো হয়েছে তা খুঁজে বেড় করা, তাঁর তদন্ত করা, বিগত ৩ বছরে এই কোম্পানি এভাবে আর কোথায় কোথায় কতবার এধরণের কনসাইনমেন্ট পাঠিয়েছে তা তদন্ত করা, রেল দপ্তর কে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠিন করা সহ এই নেশা সামগ্রীর সাথে জড়িত দের অবিলম্বে গ্রেফতার করার দাবী তোলা হয়েছে।

নেশা সামগ্রী উদ্ধারের ঘটনায় কারা যুক্ত তাদের অবিলম্বে নাম প্রকাশের দাবি জানিয়েছে ডি ওয়াই এফ আই ত্রিপুরা রাজ্য কমিটি। ডেপুটেশনে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক নবারুন দেব, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শান্তনু দেব, রাজ্য কমিটির সদস্য আবুল হুসেন সহ ৫ জনের এক প্রতিনিধি দল।

For All Latest Updates

ভিডিও