খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 27 November 2025 - 01:30 AM
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ - ০১:৩০ পূর্বাহ্ণ

DYFI Aralia News : বিজেপির ভয় কে উপেক্ষা করে আড়ালিয়ায় সম্পন্ন ডিওয়াইএফআই এর সাড়া জাগানো সন্মেলন

DYFI Aralia News
1 minute read

DYFI Aralia News : বিজেপির রক্ত চক্ষু কে উপেক্ষা করে আয়োজিত হয়ে গেল সিপিআইএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই আড়ালিয়া অঞ্চল কমিটির ৬ষ্ঠ তম সন্মেলন। সন্মেলনের আয়োজন হয় আড়ালিয়া লোকনাথ পাড়া এলাকায়। প্রথমে শহীদ বেদিতে পুষ্প অর্পণ করে, সংগঠনের পতাকা উত্তলনের মধ্যে দিয়ে সন্মেলনের শুরু হয়।

আজকের এই সন্মেলনের উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই ডুকলি মহকুমা কমিটির সম্পাদক শুভঙ্কর মজুমদার, রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক, প্রাক্তন কাউন্সিলার সুশান্ত দাস , সিপিআইএম লোকাল কমিটির সম্পাদক মিহির দত্ত সহ এক ঝাঁক নেতৃত্বরা।

সন্মেলনে নেতৃত্ব দের সাথে এলাকার বহু যুবারা অংশ নেন। বর্তমান সময়ে আড়ালিয়ার অত্র এলাকা যেখানে সন্ত্রাসীদের দ্বারা আস্তেপিস্তে জড়িয়ে আছে সেখানে বামপন্থী যুব সংগঠনের আজকের এই সভায় যেভাবে যুবাদের সাড়া মিলেছে তা উল্লেখযোগ্য বিষয়।

এদিনের সভা মঞ্চে একে একে সকল নেতৃত্বরা তাদের বক্তব্য রাখেন। অতঃপর এই সভা নিয়ে ডুকলি মহকুমা কমিটির সম্পাদক শুভঙ্কর মজুমদার বিস্তারিত জানিয়ে আরও বলেন , ইতোমধ্যেই ডুকলি বিভাগের অন্তর্গত ১৫ টি অঞ্চল কমিটির সন্মেলনের কাজ হাতে নেওয়া হয়েছে। যার মধ্যে তিন টি অঞ্চল সন্মেলন শেষ হয়েছে।

আড়ালিয়া অঞ্চল সন্মেলন কে কেন্দ্র করে এদিন এলাকার যুবাদের মধ্যে দারুন উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। স্থানীয়রা বলছেন , যুবাদের এধরণের আয়োজন প্রতিনিয়ত জারি রাখা দরকার। রাজ্য জুড়ে যেভাবে নেশার রমরমা বানিজ্য ও নেশা সেবন চলছে তাতে করে যুব সমাজের মস্তিস্ক কে ধ্বংস করে দেবার একটা চক্রান্ত চলছে। এর থেকে বাইরে বেড়িয়ে এসে সুস্থ্য সংস্কৃতির পক্ষে দাঁড়িয়ে লড়াই আন্দোলন জারি রাখতে হবে বলে জানান শুভঙ্কর মজুমদার।

এদিনের সন্মেলনের মধ্যে দিয়ে যে নতুন কমিটি গঠিত হয়েছে তা আগামী দিনে আরও জোরালো ভাবে আড়ালিয়া জুড়ে সংগঠনের পক্ষ থেকে গোটা সমাজের সর্ব স্তরের মানুষের জন্য, যুবাদের জন্য কাজ করবে বলে অঙ্গীকার বদ্ধ হয় এদিন।

For All Latest Updates

ভিডিও