Dharmanagar school van accident
দুর্ঘটনার কবলে খুদে শিশুদের স্কুল পরিবাহক ভ্যান গাড়ি। ঘটনা ধলাই জেলাধীন ধর্মনগরে। ঘটনার বিবরণে জানা গেছে, রোজকার মতোই ধর্মনগরের পদ্মপুর স্থিত কিডজি স্কুলে নিয়ে যাবার জন্যে ভ্যান নিয়ে বেড়িয়ে পড়েন গাড়ি চালক গুনমণি সিং। জন কয়েক ছাত্রদের নিয়ে স্কুলে যাবার পথে ধর্মনগরের পশ্চিম দেওয়ানপাশা গ্রাম এলাকায় অপর একটি ছাত্র কে নিতে গাড়ি নিয়ে তাঁর বাড়ির সামনে অপেক্ষা করছিলেন গাড়ি চালক। তখন ছাত্রের আসতে দেরি হবার কারণে তিনি গাড়ি থেকে নেমে এগিয়ে যাচ্ছিলেন ছাত্রটিকে নিয়ে আসার জন্যে। এমন সময় গাড়ির সামনের সিটে বসে থাকা একটি বাচ্চা গাড়িতে লাগানো চাবি টি ঘুড়িয়ে গাড়ি চালু করে দেয়। আর তাতেই গাড়িটি সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তৎক্ষণাৎ ঘটনা চোখে পরতেই গুনমনি সিং ছুটে আসেন গাড়িটিকে আটকাতে। তখনই গাড়ির নীচে চাপা পরে যান গাড়ি চালক। এদিকে গাড়িটি নিয়ন্ত্রন হাড়িয়ে পাশের জমিতে গিয়ে উল্টে পরে যায়। ঘটনার বিকট শব্দ পেয়ে স্থানীয়রা ছুটে এসে গাড়ি চালক কে ও গাড়িটিকে উদ্ধার করতে হাত লাগান। অন্যদিকে গাড়িতে থাকা শিশুদের অভিভাবকেরা খবর পেয়ে ছুটে আসেন ঘটনা স্থলে।
তড়িঘড়ি গুনমনি সিং কে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এ বিষয়ে গাড়িতে থাকা এক শিশুর অভিভাবক জানিয়েছেন, গাড়ির সামনের সিটে বসা ঐ শিশুটির দুষ্টুমি করে চাবি ঘোরানোর ফলেই গোটা ঘটনা ঘটেছে। উল্টে গুরুতর জখম হয়েছেন গাড়ি চালক ও। তবে শিশুদের কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তারা প্রত্যেকেই সুস্থ আছে। তবে এতো বড় দুর্ঘটনার কবলে পড়ায় প্রত্যেকেই বেশ খানিকটা ভারাক্রান্ত হয়ে আছে। এদিকে অভিভাবকদের মধ্যেও তাদের শিশুদের নিয়ে দুশ্চিন্তা বেড়ে গেছে। গোটা ঘটনায় এক প্রকার আতঙ্ক ছরিয়েছে এলাকা জুড়ে।