Dharmanagar Congress Relly : ৩২ বছর ধরে ত্রিপুরায় বিরোধী আসনে থেকে ভয় ভীতি কেটে গেছে কংগ্রেসের। তাই কংগ্রেস কে দাবানো আর সম্ভব হবে না। শাসক বিজেপির দিকে আঙ্গুল দেগে স্পষ্ট বার্তা দিলো প্রদেশ কংগ্রেস।
সারা দেশে নির্বাচন কমিশন কে দিয়ে বিজেপি ভোট চুরি করে বিভিন্ন রাজ্যে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। দেশের নাগরিকদের তার গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। এই সমস্ত অভিযোগ তুলেই গোটা দেশ ব্যাপি আন্দোলনে সামিল হচ্ছে জাতীয় কংগ্রেস। বিরোধী দলনেতা রাহুল গান্ধী যে তথ্য পেশ করেছে তাতে করে দেশে যে ভোট চুরি হচ্ছে তার প্রমাণ সামনে চলে এসেছে। এই নিয়ে শাসক বিজেপি কে নিরন্তর প্রস্ন বাণে বিদ্ধ করছে বিরোধী কংগ্রেস।
গোটা দেশের সাথে তাল মিলিয়ে ত্রিপুরা তেও দিকে দিকে জেলা কংগ্রেস এর পক্ষ থেকে মিছিল , মিটিং চলছে। রবিবার ধর্মনগরে জেলা কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে ধর্মনগর শহরে এক পথ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা, যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা। মঞ্চে দাঁড়িয়ে ঝাঁঝালো ভাষায় বিজেপি সরকার কে আক্রমণ শানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। কি বলছেন উনি শুনুন –
ত্রিপুরা রাজ্যে দীর্ঘ ৩২ বছর যাবত কংগ্রেস বিরোধী আসনে বসে আছে । লড়াই এর ময়দান তাদের জন্যে নতুন নয়। ক্রমশও সব ভয় ভীতি উপেক্ষা করে এগিয়ে চলেছে কংগ্রেস। তাই শাসক বিজেপির রক্ত চক্ষু আর তাদের দমাতে পারবে না, প্রদেশ সভাপতির মুখে এদিন শোনা গেল এমনই প্রত্যয়। এদিকে বিজেপি সরকার কে তুলোধোনা করতে গিয়ে তিনি আরও বলেন যে বিজেপি খোদ গণতন্ত্র মানেনা, সংবিধান মানেনা, সংবিধান কে সন্মান করে না। তারা প্রতিনিয়তই চাইছে সংবিধান কে পাল্টে দিতে। তিনি সকলের প্রতি আহ্বান রাখেন, যারাই কালের স্রোতে কংগ্রেস ছেড়ে বিজেপি তে সামিল হয়েছিলেন তারা যেন আবারো ঘরে ফিরে আসেন। কংগ্রেসের হয়ে যারা একদিন কাজ করেছেন তাদের উপর জাতীয়তাবাদ রক্ষা করার গুরু দায়িত্ব বর্তায়। আর যারা অপরাধ করে চলেছেন , প্রশাসন এর হাত থেকে তাদের রেহাই হবে না। এমনটাই হুঁশিয়ারি দিলেন এদিন আশিস বাবু।
ভারত বর্ষের রাজনৈতিক অন্ধকার পরিস্কার হয়ে আসছে। আলোর দিকে অগ্রসর হচ্ছে কংগ্রেস। নরেন্দ্র মোদী চিন্তিত , নিজের খাচা রক্ষা করা নিয়ে । কারণ ভারতের রাজনৈতিক পরিস্থিতি বলছে, ভারতের ভাগ্য পরিবর্তনের দিন আসন্ন। মোদী সরকার এর পতন আসন্ন। যে কোনো সময়ে কুর্সি ফসকে যেতে পারে মোদী শাহ্ সরকারের। জনতার রায়ের অপেক্ষা মাত্র। ভারত কে এক নতুন সূর্যের আলো দেখাতে ময়দানে রয়েছে কংগ্রেস। আর সেই কংগ্রেসের হাত শক্ত করতেই দিকে দিকে সকলকে সংযুক্ত হবার আহ্বান জানাচ্ছে জাতীয় কংগ্রেস।