Dark web identification is free now

ডার্ক ওয়েব, ইন্টারনেট দুনিয়ার এমন একটি কালো এবং অন্ধকার জগত যার সাথে যুক্ত রয়েছে গোটা বিশ্বের নানা ধরণের অপরাধ মূলক কাজ। আর তার সাথে জড়িয়ে আছে লক্ষ কোটি সুযোগ সন্ধানী অসৎ লোক। এদের কবলে পরে আজ পর্যন্ত বহু মানুষের জীবন জীবিকা ধ্বংস হয়ে গেছে। টেকনোলোজি দ্রুততার সাথে অগ্রগতির শিখরে পৌঁছে যাওয়ার কারণে এই ডার্ক ওয়েব থেকে রক্ষা পাওয়ার জন্যে বহু পথ আবিষ্কৃত হয়েছে।
গুগলের পক্ষ থেকেও এধরণের ডার্ক ওয়েব থেকে প্রোটেক্টেড থাকার জন্যে বেশ কিছু নিয়মাবলী অনুসরণ করতে হয়। আগে যদিও তা ব্যয় বহুল ছিল। কিন্তু ইদানিং গুগল এর পক্ষ থেকে জানানো হচ্ছে যে এই ডার্ক ওয়েব সনাক্তকরণ সম্পূর্ণ ভাবে নিশুল্ক করে দেওয়া হবে ইউজারদের জন্যে।
গুগল সাপোর্ট পেজে গিয়ে সেখানে আমরা আমাদের যাবতীয় যে ব্যক্তিগত তথ্যাদি নথিভুক্ত করে থাকি সেগুলি সরানোর জন্যে গুগল কে আবেদন করা যাবে। যাতে করে আমাদের ব্যক্তিগত তথ্য কোনো হেকার কিংবা ডার্ক ওয়েব পরিচালকের হাতে পৌঁছাবে না। এই ধরণের প্রয়াসের মধ্যে দিয়ে গুগল ইউজারদের অনলাইনে নিজেদের উপস্থিতি কে ভয় হীন এবং সুরক্ষিত করতে পারবেন।
এক্ষেত্রে Google one নামক একটি প্ল্যাটফর্মে সাইন আপ করতে হবে ইউজারদের। এতে করে নিরাপত্তার পাশাপাশি এক্সট্রা স্টোরেজ ও পাবেন ইউজারেরা। এছাড়া প্রিমিয়াম GOOGLE MEET ভিডিও কল সহ একাধিক পরিষেবার সুবিধা রয়েছে এখানে।

Leave A Reply