xiaomi 15 launch
ভারতের সর্বাধিক এন্ড্রয়েড ইউজারের পছন্দ শাউমির নতুন এডিশন রিলিজ হচ্ছে খুব তারাতারি। ইতিমধ্যেই একটি তথ্যে শাউমি জানিয়েছে চলতি বছর তথা ২০২৪ এর অক্টোবর মাসেই মুক্তি পেতে পারে নতুন মোবাইল টি। এতে প্রকাশ করা হয়েছে যে Xiaomi 2024 সালের অক্টোবরের মাঝামাঝি সময়ে প্রথম Qualcomm Snapdragon 8 Gen 4-চালিত স্মার্টফোন নিয়ে আসবে ৷ Xiaomi 15 এবং Xiaomi 15 Pro এই দুটি মডেল মুক্তি পেতে পারে বলে অনুমান করা হচ্ছে ৷ পার্শ্ববর্তী দেশ চীনে Xiaomi 14 সংস্করণটি লঞ্চ হচ্ছে চলতি বছরেই। বলা হচ্ছে ভারতে ঠিক সেই সময়েই শাউমি 15 লঞ্চ হবে। আর ২০২৫ এর প্রথম দিকের মধ্যেই বিশ্ব ব্যাপি মোবাইল ব্র্যান্ড টি ছড়িয়ে পড়বে বলেও জানানো হয়েছে।
Xiaomi 15 এই প্রথম Snapdragon 8 Gen 4-চালিত স্মার্টফোন হিসাবে আত্মপ্রকাশ করতে পারে বলে ধারণা। যোগেশ ব্রার, X-এর (পূর্বে Twitter) একজন সুপরিচিত টিপস্টার, পূর্বে নিশ্চিত করেছেন যে Xiaomi-এর কাছে প্রথম Snapdragon 8 Gen 4 স্মার্টফোনের আত্মপ্রকাশের একচেটিয়া অধিকার রয়েছে। Qualcomm Snapdragon 8 Gen 4 চিপসেটের জন্য কথিত AnTuTu V10 স্কোর সম্প্রতি অনলাইনে লাইভ হয়েছে। তালিকাটি দেখায় যে চিপসেটটি 17,69,083 পয়েন্ট স্কোর করেছে, যা বর্তমান ফ্ল্যাগশিপ চিপসেটের তুলনায় কম স্কোর।
ফ্ল্যাগশিপ চিপ ছাড়াও, Xiaomi 15 1.5K রেজোলিউশন (2500 x 1200 পিক্সেল), 120Hz এর একটি অভিযোজিত রিফ্রেশ রেট এবং 1,400 নিট উজ্জ্বলতা সহ একটি 6.36-ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে সহ আসবে বলে আশা করা হচ্ছে। ফোনটিতে একটি 50MP প্রাথমিক ক্যামেরা অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। এই মুহূর্তে এর বেশি কিছু জানা যায়নি।
তবে এই বিষয়ে আগামী কিছু দিনের মধ্যে আরও বিস্তারিত তথ্য প্রকাশ পেতে পারে বলে আশা করা হচ্ছে।
ভারতে বিগত কয়েক বছরে Xiaomi নিজের ব্যবসার পরিধি অনেকাংশে বিস্তৃত করেছে। কেননা গ্রাহকদের মধ্যে এই ব্র্যান্ড টি খুব ভালো সুনাম কুড়িয়েছে। ১০ জনের মধ্যে ৮ জন হলেও এই মোবাইল ব্যবহার করেছেন এবং এর লো হিটিং ফিচার এবং হাই স্পীড কোয়ালিটি স্বাভাবিক ভাবেই গ্রাহকদের কে অনেকটাই প্রভাবিত করে। তবে Xiaomi র মোবাইল গুলোর স্ক্রিনে যদি কিছুটা আরও কাজ করা যায় তবে নিঃসন্দেহে এটি সেমসং কে ও টেক্কা দেবে।