CPIM Tripura News : আগরতলায় ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সিপিআইএমের রাজ্য দপ্তরে অনুষ্ঠিত হলো জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠান। জাতীয় পতাকা উত্তোলন করেন দলের পলিটব্যুরো সদস্য ও ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্মরণ করান দেশের স্বাধীনতা সংগ্রামীদের অসীম ত্যাগ ও আত্মবলিদানের কথা। তাঁর ভাষায়, “আজকের দিনটি কেবল আনন্দের নয়, স্মরণেরও দিন। আমাদের লক্ষ লক্ষ পূর্বপুরুষ তাঁদের প্রাণ উৎসর্গ করেছেন স্বাধীন ভারতের স্বপ্ন বাস্তবায়নের জন্য।”
তিনি বলেন, স্বাধীনতার পর গত ৭৭ বছরে দেশ গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রীয় কাঠামো গড়ে তুলতে অনেক সাফল্য অর্জন করেছে। তবে, এখনো সেই মূল লক্ষ্য পুরোপুরি বাস্তবায়িত হয়নি। “যে প্রত্যাশা ও ন্যায়ের স্বপ্ন নিয়ে স্বাধীনতার লড়াই হয়েছিল, আমরা এখনো সেই অবস্থানে পৌঁছতে পারিনি,”— মন্তব্য করেন চৌধুরী।
তাঁর মতে, দেশে এখনো অসমতা, বেকারত্ব, বৈষম্য ও গণতান্ত্রিক অধিকার রক্ষার মতো বহু ক্ষেত্রে সংগ্রাম চালিয়ে যেতে হবে। তিনি আহ্বান জানান, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে স্বাধীনতার প্রকৃত মানে বোঝানো এবং সেই লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার।
অনুষ্ঠানে দলের নেতা-কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও উপস্থিত ছিলেন। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়, আর সকলেই স্বাধীনতার আদর্শ রক্ষার প্রতিশ্রুতি নেন।
৭৯তম স্বাধীনতা দিবসের এই আয়োজন শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং অতীতের সংগ্রামের স্মারক ও ভবিষ্যতের পথনির্দেশক। জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য স্পষ্ট করে দিয়েছে— স্বাধীনতার স্বপ্ন এখনো পুরোপুরি পূর্ণ হয়নি। তাই আজকের প্রতিজ্ঞা হওয়া উচিত, গণতন্ত্র, সমতা ও ন্যায় প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ সংগ্রাম চালিয়ে যাওয়া, যাতে আগামী প্রজন্ম সত্যিকারের স্বাধীনতার স্বাদ পায়।