খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 1 November 2025 - 10:01 PM
শনিবার, ১ নভেম্বর ২০২৫ - ১০:০১ অপরাহ্ণ

CPIM Bishalgarh News : নেশা দুর্নীতি ও শাসক দলের স্বজনপোষণের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি সিপিআইএমের

CPIM Bishalgarh News
1 minute read

CPIM Bishalgarh News : রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ক্রমবর্ধমান দুর্নীতির বিরুদ্ধে শনিবার বিশালগড় অফিসটিলা এলাকায় সিপিআই(এম)-এর উদ্যোগে এক জোরালো গণ অবস্থান অনুষ্ঠিত হয়। দলীয় নেতৃবৃন্দ ও সমর্থকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উঠে আসে তিন দফা দাবি— রাজ্যে নেশা সামগ্রীর ব্যবসা সম্পূর্ণরূপে বন্ধ করা, মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ, এবং নেশা ব্যবসার পেছনের মূলচক্রগুলিকে আইনের আওতায় আনা।

অফিসটিলার সিপিআই(এম) পার্টি অফিসের সামনে অনুষ্ঠিত এই অবস্থানে উপস্থিত ছিলেন দলের প্রাক্তন মন্ত্রী ভানু লাল সাহা, প্রাক্তন মন্ত্রী মানিক দে, এবং বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক পার্থ প্রতিম মজুমদারসহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ। গণ অবস্থান চলাকালীন নেতারা রাজ্যের বর্তমান বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন এবং অভিযোগ তোলেন যে, সরকারের শাসনকালে রাজ্যের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে।

মহকুমা সম্পাদক পার্থ প্রতিম মজুমদার বলেন, “ত্রিপুরা আজ দুর্নীতির আখড়া হয়ে উঠেছে। বিজেপি সরকারের আমলে প্রশাসনের মধ্যে স্বজনপোষণ, ঘুষ এবং অনৈতিক উপার্জনের প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এমনকি মন্ত্রীরাও স্বীকার করছেন কনট্রাক্টরদের কাছ থেকে অর্থ নেওয়ার ঘটনা, অথচ সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।” তিনি আরও অভিযোগ করেন, “বিজেপি সরকার রাজ্যে গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করছে। বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য নানা উপায়ে ভয় দেখানো, হামলা চালানো হচ্ছে।”

তিনি আরও বলেন “রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ। এমনকি বিজেপি দলের নিজেদের নেতারাই স্বীকার করছেন ত্রিপুরায় আজ আইনের শাসন নেই। সাধারণ মানুষ আতঙ্কে জীবনযাপন করছেন। নেশা ব্যবসা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে গ্রাম থেকে শহর— সর্বত্র তরুণ প্রজন্ম বিপথে যাচ্ছে।”
ত্রিপুরায় মাদক চক্রের সঙ্গে রাজনৈতিক প্রভাবশালীরা জড়িত। প্রশাসন তা জানে, কিন্তু চুপচাপ দেখছে। এই সরকারের আমলে রাজ্যের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে।” তিনি দাবি করেন, “নেশা কারবারের মূলচক্রদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে, এবং দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের অবিলম্বে পদচ্যুত করতে হবে।”

অবস্থান কর্মসূচির সময় নেতারা বলেন, রাজ্যে সিপিআইএম কর্মী ও সমর্থকদের উপর লাগাতার হামলা চালানো হচ্ছে। তাঁদের বাড়িঘরে ভাঙচুর করা হচ্ছে, মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। কিন্তু এই সন্ত্রাসের রাজনীতি সিপিআই(এম)-কে দমিয়ে রাখতে পারবে না। জনগণের সমর্থনই তাঁদের শক্তি— এই বার্তা দিয়েই সমাপ্ত হয় দিনের কর্মসূচি।

সভায় বক্তারা একযোগে দাবি করেন, বিজেপি সরকারের আমলে ত্রিপুরা এক গভীর সংকটে নিমজ্জিত। দুর্নীতি, নেশা ও স্বজনপোষণ রোধ না হলে রাজ্যের ভবিষ্যৎ বিপন্ন হবে। তারা আহ্বান জানান, “জনগণকে এক হতে হবে— দুর্নীতির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে এবং গণতন্ত্র রক্ষার জন্য।”

সিপিআই(এম)-এর এই গণ অবস্থান শুধু তিন দফা দাবির মধ্যে সীমাবদ্ধ নয় এটি রাজ্যের সাধারণ মানুষের ক্ষোভ ও বঞ্চনার প্রতিফলন। অবস্থানের শেষে দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়, আগামী দিনে এই আন্দোলন আরও জোরদার করা হবে— গ্রাম থেকে শহর, প্রত্যেক স্তরে মানুষের পাশে থেকে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম চলবে।

For All Latest Updates

ভিডিও