খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 27 November 2025 - 01:26 AM
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ - ০১:২৬ পূর্বাহ্ণ

Constable Amir khan Bhuiyan : সাস্পেন্ডেড তোল্লাবাজ কনস্টেবলের হয়ে সাফাই গাইছে তিপ্রা মথার মাইনোরিটি সেল

Constable Amir khan Bhuiyan
1 minute read

Constable Amir khan Bhuiyan : একাধিক অভিযোগের ভিত্তিতে পুলিশ কনস্টেবল এর চাকরি থেকে বরখাস্ত হয়ে যাওয়া আমির ভূইয়াকে বাচাতে থানায় গিয়ে সাফাই গাইছে তিপ্রা মথার মাইনোরিটি সেল। আমির ভূইয়ার আত্মীয় পরিজন কে নিয়ে তিপ্রা মথার রাজ্য নেতা শাহ আলম মিয়া, সোমবার দুপুরে আমতলী থানায় এসে বরখাস্ত হয়ে যাওয়া আমির ভূঁইয়ার হয়ে সাফাই গাইলেন।

গতকাল দুপুরে আমতলী থানার অন্তর্গত মতিনগর এলাকার বাসিন্দা কদম আলী ভূইয়ার ছেলে আমির ভূইয়ার বিরুদ্ধে তোল্লাবাজির অভিযোগ নিয়ে মামলা দায়ের হয়। সেই নিয়ে খবর প্রচারিত হয়। একই দিনে তাকে সাসপেন্ড ও করা হয়। আর তাতেই ক্ষেপে লাল হয়ে উঠে তিপ্রা মথার মাইনোরিটি সেল।

ঘটনার মোড় ঘুড়িয়ে দিয়ে অপরাধী তোল্লাবাজ আমির ভুইয়া কে বাঁচাতে থানায় গিয়ে অভিযোগ কারী দের কেই নেশা কারবারি বলে আখ্যা দেয় মথার নেতারা। হঠাৎ করেই তাদের মনে পরে গেল যে অভিযোগ কারীরা নেশা বাণিজ্যের সাথে যুক্ত।

একজন তোল্লাবাজ পুলিশ কনস্টেবলের হয়ে সাফাই গাইতে কেন ময়দানে নামল তা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন জাগছে। রবিবার এই অভিযোগের তীরে পশ্চিম জেলা পুলিশ সুপার কোন না কোন প্রমাণ নিশ্চয়ই পেয়েছে যার জন্যই আমীর ভূইয়াকে অভিযোগ জানানোর কয়েক ঘন্টার মধ্যেই চাকরি হতে বরখাস্ত করেছে।

সেই জায়গায় পুলিশ সুপারের সিদ্ধান্ত কে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পুনরায় সুষ্ঠু তদন্তের দাবী জানানো মথার নেতারা আদতে কোন রাজনীতি খেলতে চাইছে সেটা নিয়েই উঠছে প্রশ্ন। এই ঘটনার পর খোদ আমতলী থানার পুলিশ সহ অন্যান্য প্রত্যক্ষদর্শীদের কাছে হাসির খোরাক হয়ে উঠেছেন মথা নেতৃত্ব সহ আমির ভুইয়ার আত্মীয় পরিজনেরা, এমনটাই শোনা যাচ্ছে।

For All Latest Updates

ভিডিও