Congress unstopable protest against paper leak

তৃতীয় বার দেশে সরকার গঠন করার সাথে সাথেই দু দুটি দুর্নীতি প্রকাশ্যে। বিজেপি এনডিএ সরকারের সময় বর্তমানে কতটা অসহায় তা এই পরিস্থিতি থেকেই বোঝা যাচ্ছে।
এদিকে বিরোধী শিবিরও একের পর এক সুযোগ পেয়ে শাসক শিবির কে রীতিমতো তুলোধোনা করার সুবর্ণ সুযোগ কেও হাতছাড়া করতে চাইছেন না। সম্প্রতি ৪ঠা জুন দেশের সবচাইতে বড় মেডিক্যাল এনট্রান্স পরীক্ষা নিয়ে দুর্নীতির পর এবার গতকাল কেই ইউজিসি নেট পরীক্ষা ও বাতিল বলে ঘোষণা করা হয়েছে। পর পর দুটি পরীক্ষার দুর্নীতি সামনে আসায় এবার আর দ্বিগুণ তেজ নিয়ে ময়দানে ঝাপিয়ে পরে বিক্ষোভ দেখাতে শুরু করে দিয়েছে কংগ্রেস।

Congress unstopable protest against paper leak
Congress unstopable protest against paper leak

আজ দেশের শিক্ষা ক্ষেত্রে অন্যতম দুটি পরীক্ষার দুর্নীতি সহ একাধিক বিষয় নিয়ে বিক্ষোভ দেখায় প্রদেশ কংগ্রেস। রাজধানী আগরতলার রাজপথ কাপিয়ে মিছিলটি পরিক্রমা করে। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ, যুব কংগ্রেস এর সভাপতি নীল কমল সাহা সহ কংগ্রেসের সমস্ত নেতা নেত্রী বৃন্দ।
মোদী সরকার হচ্ছে দেশের প্রশ্নপত্র ফাসের সরকার। এই সরকারের একটাই উদ্দেশ্য, অর্থ কামাই করা। আর তাই মোটা অঙ্কের টাকার বিনিময়ে অযোগ্যদের সুযোগ পাইয়ে দিয়ে যোগ্যদের ভবিষ্যৎ কে অন্ধকারে ঠেলে দিয়েছে এই সরকার। নিট এবং নেট পরীক্ষা দুর্নীতি কাণ্ড নিয়ে দেশের শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রথমাবস্থায় ঘটনা স্বীকারই করেননি। যদিও পরে সুপ্রিম কোর্ট অব্দি মামলা গড়াতে দেখে এবার উনার মত বদলেছে। সারবিক দিক থেকে এই দুর্নীতি দেশের লক্ষ লক্ষ ছাত্র দের কে অনিশ্চয়তার দিকে ধাবিত করেছে। তাই তাদের সকলকে ন্যায় পাইয়ে দিতে যুব কংগ্রেস সর্বপ্রথম ময়দানে নেমে বিক্ষোভ দেখিয়েছিল। আজ প্রদেশ কংগ্রেস ও একই বিষয় নিয়ে বিক্ষোভ প্রকাশ করে। পোরানো হয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর কুসুপুতুল। দেশের দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষা নিয়ে দুর্নীতির জবাব দিতে হবে সরকার কেও , দাবি কংগ্রেসের। এই বিষয়ে শাসক বিজেপি শিবির তথা মোদী পরিচালিত সরকারের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস বিধায়ক সুদিপ রায় বর্মণ।
দেশের লক্ষ লক্ষ পরীক্ষার্থী সহ গোটা দেশের ভবিষ্যৎ নিয়ে এমন নোংরা রাজনীতি করাটা কোনভাবেই কাম্য নয়। এর সুস্থু তদন্ত মুলে দোষীদের গ্রেফতার এবং উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে কংগ্রেস।

সোনার চেইন ছিন্তাই করে পালালো ৪
Leave A Reply