Congress sanhati rally
টাকারজলা- জম্পুইজলা পর্যন্ত কংগ্রেসের সংহতি পদযাত্রা
আজ ১৮ই নভেম্বরে ও অব্যাহত রইলো কংগ্রেসের সংহতি পদযাত্রা। প্রদেশ কংগ্রেসের নির্দেশে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিশালগড় জেলা কংগ্রেস, ও কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে উন্নততর ঐক্যবদ্ধ, ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল ভারত গড়ার লক্ষ্যে সোমবার সকালে টাকারজলা বাজার থেকে কংগ্রেসের সংহতি পদযাত্রা অনুষ্ঠিত হয়। এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মা, জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা, টাকারজলা বিধানসভার বিভিন্ন এলাকার কংগ্রেস কর্মীরা। এদিনে কংগ্রেসের সংহতি পদযাত্রা কে কেন্দ্র করে টাকারজলা থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে মোতায়েন করা হয় সিআরপিএফ জোওয়ান, টি এস আর বাহিনী। সংহতি পদযাত্রাটি টাকারজলা বাজার থেকে শুরু করে জম্পুইজলা বাজারে এসে সমাপ্তি ঘটে সোমবার দুপুরে। কংগ্রেসের এই সংহতি পদযাত্রায় কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিলো লক্ষণীয়।
হঠাৎ করে টাকারজলা বিধানসভা এলাকায় বন্দেমাতরম স্লোগান শুনতে পেয়ে আতকে উঠে এলাকাবাসী। এ যেন হঠাৎ করে টাকারজলা বিধানসভায় জেগে উঠলো কংগ্রেস। কেননা টাকারজলায় কংগ্রেসের যখনই কোন কর্মসূচি পালন করা হয়েছিল সেদিনই ছোটখাটো হলেও রাজনৈতিক সংঘর্ষ ঘটে যাওয়ার মতো ঘটনার সাক্ষী হয়েছেন স্থানীয়রা। তবে এবারে টাকারজলা, ও জম্পুইজলা থানার পুলিশ কংগ্রেসের এই সংহতি পদ যাত্রাকে কেন্দ্র করে যেন কোন রকম রাজনৈতিক উশৃংখল পরিস্থিতি তৈরি হতে না পারে সেদিকে লক্ষ্য রেখে জম্পুইজলা মহকুমা পুলিশ আধিকারিক নির্দেশে প্রচুর সিআরপিএস ও টি এস আর জোওয়ান মোতায়েন করেছেন। এক কথায় এদিনের কংগ্রেসের সংহতি পদযাত্রাটি সার্থক রূপ পেয়েছে বলে আশা ব্যক্ত করলেন গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মা ও জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা। আগামী কাল ১৯শে নভেম্বর এই সংহতি পদযাত্রা সমাপন হতে চলেছে। রাজধানী সহ রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমা এবং ব্লক স্তরে সমাপ্তি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবং দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জীর জন্ম দিবস পালনের মধ্যে দিয়ে সাঙ্গ হবে তাদের দীর্ঘ মেয়াদী এই উদ্যোগ।