খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 9 September 2025 - 09:16 PM
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ - ০৯:১৬ অপরাহ্ণ

Congress Rakhu Das : অপদার্থ নেতাদের অসাংবিধানিক ভাষা প্রয়োগের জেরে থানায় মামলা

Congress Rakhu Das
1 minute read

Congress Rakhu Das : কংগ্রেসের বিরুদ্ধে মাঠে নেমে বিক্ষোভ দেখাতে গিয়ে সংবিধান কে বুড়ো আঙ্গুল দেখালো কিছু রাষ্ট্র বাদী দলের স্বঘোষিত দেশপ্রেমী নেতা। আর সেই অপরাধে তাদের বিরুদ্ধে থানার দ্বারস্থ হয়ে মামলা দায়ের করলো এবার কংগ্রেস।

উল্লেখ্য, ৭ই সেপ্টেম্বর শান্তির বাজার মণ্ডল যুব মোর্চার সভাপতি রামপ্রসাদ দাস এর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল আয়োজিত হয়। তাতে সেখানকার আপামর বিজেপি সমর্থকেরা সম্মিলিত হয়ে কংগ্রেসের বিরুদ্ধে শ্লোগান তুলেন। এই অব্দি ঠিক ছিল। কিন্তু তাদের শ্লোগানে ভেসে আসে হুমকি মূলক কিছু শব্দ।

“ কংগ্রেসের চামড়া তুলে নেবো আমরা “- এধরণের হুমকি মূলক শব্দ কোনো জাতীয় রাজনৈতিক দলের বিরুদ্ধে উচ্চারন করা অসাংবিধানিক। এছাড়াও বলা হয়, “ কংগ্রেসের তালে তালে, জুতা মারো গালে গালে “ । একটি শাসক গোষ্ঠী, রাষ্ট্র বাদী দলের লোক প্রকাশ্যে এধরণের শব্দ ব্যবহার করছে। এটা সংবিধান কে চরম ভাবে অবমাননা করার মতো ঘটনা।

এই নিয়েই অবশেষে আইনের পথে হাঁটল কংগ্রেস। মঙ্গলবার পশ্চিম আগরতলা থানায় উপস্থিত হয়ে উক্ত মিছিল এর আয়োজক রাম প্রসাদ দাস ও তার সঙ্গিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই নিয়ে বিস্তারিত আলোচনা করতে গিয়ে যুব কংগ্রেস নেতা তথা আইনজিবি রাখু দাস বিজেপি সরকার ও রাজ্যের মুখ্যমন্ত্রী কে এক হাত নেন।

তিনি বলেন , মুখ্যমন্ত্রী নিজেকে স্বচ্ছ বলে দাবী করেন। যদিও উনি কোত্থেকে প্যারাশুট যোগে রাজ্যে এসে হঠাৎ মুখ্যমন্ত্রী হয়েছেন। উনি প্যারাশুট মুখ্যমন্ত্রী নামেই পরিচিত। যদি উনি সত্যিই স্বচ্ছ হয়ে থাকেন, তাহলে দল মত নির্বিশেষে উনি দোষী দের কে আইনের আওতায় এনে সাজা পাইয়ে দিতে পুলিশ কে নির্দেশ দিন। কথাগুলো বলে উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে দোষী দের চূড়ান্ত সাজার দাবী জানালেন তিনি।

উল্লেখ্য, বিহারে কংগ্রেসের এক জনসভায় নরেন্দ্র মোদী ও তার মায়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ছিল এক কংগ্রেসি যুবকের বিরুদ্ধে। সেই ঘটনার থেকেই কংগ্রেস ও রাহুল গান্ধীর বিরুদ্ধে গর্জে উঠে বিজেপি। জানা গেছে, দোষী কে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে একই ভাবে শাসক গোষ্ঠী বিজেপির কতিপয় নামধারী নেতারা যেভাবে পাল্টা দিতে গিয়ে সংবিধান কে অবমাননা করে চলেছে তাতে করে রাজ্য সরকার কিংবা রাজ্য বিজেপি কোনো নিরপেক্ষ ভূমিকা পালন করবে কি , সেটাই দেখার বিষয় ।

For All Latest Updates

ভিডিও