Congress press meet regards paper leak
রাজনীতির আড়ালে দুর্নীতি ধামাচাপা দেওয়ার লক্ষ্য পূরণ হল না একাংশ বিদ্যা ব্যবসায়ীদের। বরং আরও সবিস্তারে বেড়িয়ে এলো তথ্য।
২০২৩- ২৪ শিক্ষাবর্ষে দেশব্যাপী অসংখ্য নিয়োগ দুর্নীতি সামনে এসেছে। এবার ২০২৪ এর NEET UG পরীক্ষার ফলাফল প্রকাশের পর তাতে দুর্নীতির অভিযোগ তুলে দেশের কোটি কোটি ক্ষতি গ্রস্থ শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার কথা জানান দিয়ে গেলেন বিশেষজ্ঞরা।
একদিকে দেশ ব্যাপি নীট পরীক্ষার ফলাফল নিয়ে দুর্নীতি অপর দিকে ত্রিপুরা রাজ্যে এডিসি প্রশাসনের অন্তর্ভুক্ত শূন্য পদ পূরণ করতে নিয়োগ পরীক্ষার একদিন আগে সেই পরীক্ষার প্রশ্ন পত্রের দুর্নীতি। উভয় প্রসঙ্গ টেনে আজ শাসক বিজেপি এবং তার শরিক দল তিপ্রা মথা উভয়ের সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস। আজ প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠক ডেকে দেশের শিক্ষা ব্যবস্থার নামে একাংশ বিদ্যা ব্যবসায়ীদের দ্বারা সংগঠিত এই দুর্নীতি নিয়ে মুখ খুললেন যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা।
উল্লেখ্য, চলতি মাসের ৯তারিখ রবিবার এডিসি প্রশাসনে নিয়োগ সংক্রান্ত পরীক্ষা হবার কথা ছিল। কিন্তু তার আগের দিন সন্ধ্যায় প্রশ্ন পত্র ফাঁস হয়ে যায়। ফলে বাতিল করা হয় পরীক্ষা। আগরতলা স্থিত একটি জেরক্স এর দোকান থেকে এই পেপার লিক হয়েছে বলেও খবর। সেই সুত্রে দোকানের মালিক চয়ন সাহা নামে এক ব্যক্তিকে ও গ্রেফতার করেছে পশ্চিম থানার পুলিশ।
TTAADC কর্তৃপক্ষের কাছে কি জেরক্স করানোর মতো নিজস্ব একটি মেশিন ও নেই? প্রশ্ন তুললেন নীল কমল সাহা। এদিকে গোটা ঘটনা যেহেতু তিপ্রা মথা পরিচালিত টিটিএএডিসি তেই ঘটেছে তাই অতিসত্বর মথা সুপ্রিমো প্রদ্যুত কিশোর এর পদত্যাগ চেয়েছেন যুব কংগ্রেস । উপরন্তু গোটা বিষয় নিয়ে বিজেপির সহ সভাপতি পাতাল কন্যা জমাতিয়া উনার সামাজিক মাধ্যমে CBI তদন্তের যে দাবী জানিয়েছেন তাকেও সাধুবাদ জানান নীল কমল সাহা।
অন্যদিকে দেশব্যাপী NEET UG পরীক্ষার দুর্নীতি নিয়ে বলতে গিয়ে নীল কমল সাহা বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক এবং দুঃখের ঘটনা। কেননা NEET এর মতো একটি গুরুত্ব পূর্ণ পরীক্ষায় প্রতিবছর লক্ষ লক্ষ ছাত্র বসেন। সে জায়গায় কিছু পরিমাণ অর্থের বিনিময়ে যোগ্য ছাত্রদের কে তাদের প্রাপ্য রেজাল্ট নে পাইয়ে দিয়ে অযোগ্যদের ডাক্তারি পড়ার সুযোগ করে দেওয়া একটা বিশাল অন্যায়। ৬৭ জন ছাত্রের ৭২০/৭২০ নম্বর পাওয়া টা যেমন অসম্ভব তেমনি একই পরীক্ষা সেন্টার থেকে পরপর ৬ জোনের একই নম্বর পাওয়া ও সন্দেহজনক। সব মিলিয়ে NEET পরীক্ষায় যে দুর্নীতি হয়েছে তা অনস্বীকার্য। তাই এক্ষেত্রে ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবী জানিয়েছে যুব কংগ্রেস।
নীট পরীক্ষার রেজাল্ট ১৪ই জুনের পরিবর্তে ৪ঠা জুন প্রকাশিত করার মধ্যে দিয়ে রাজনৈতিক পরিমন্ডলের আড়ালে পরীক্ষা দুর্নীতি ঢেকে ফেলার যে ছক খসেছে NAT তা সম্পূর্ণভাবে ফ্লপ। এবার কেন্দ্রে পুনঃ আসীন বিজেপি এনডিএ সরকার এই দুর্নীতির পর্দা ফাঁস করতে CBI তদন্ত বসাবেন কি না সেটাই দেখার বিষয়।