খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 28 November 2025 - 02:18 AM
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ - ০২:১৮ পূর্বাহ্ণ

CM Dr. Manik Saha : আহত স্বদলীয় দের খোঁজ নিতে জিবিপি তে মুখ্যমন্ত্রী, এটাই কি কর্মফল ?

CM Dr. Manik Saha
1 minute read

CM Dr. Manik Saha : সিপাহিজলা জেলার উত্তর জম্পুইজলা , ১২ টাকারজলা মন্ডল কার্যালয়ের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে জনজাতি অধ্যুষিত এলাকায় রাজনৈতিক ও উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা করার পরিকল্পনা ছিলো বিজেপির । এই ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিলো রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, জনজাতি কল্যাণ ও শিক্ষা দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এবং মন্ডল সভাপতি নির্মল দেববর্মা সহ অন্যান্য বিজেপি নেতৃত্ববৃন্দদের।

কিন্তু এরই আগেই মাঝ পথে কর্মী সমর্থকদের গাড়ি আটকে ভাঙচুর, ইট পাটকেলের হামলা হজ্জুতি চালায় সেখানকার তিপ্রা মথা সমর্থিত কতিপয় দুষ্কৃতীরা। এই ঘটনায় আক্রান্ত হয় পাচ বিজেপি কর্মী। যাদের মধ্যে রয়েছেন বয়স্কা মহিলারাও। এই ঘটনা নিয়ে এদিন মুখ্যমন্ত্রী তীব্র নিন্দা ও জানিয়েছেন।

আবার এদিন রাতেই আক্রান্ত কর্মী সমর্থকদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে জিবি তে ছুটে যান বিজেপি জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। তিনি বলেন এভাবে জনমতকে স্তব্দ করা যাবেনা। তবে যারাই এই ঘটনার সাথে জড়িত তাদেরকে ছাড়া হবে না । আইন আইনের পথে ব্যবস্থা গ্রহণ করবে বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি।

এদিকে ঘটনার পরদিন অর্থাৎ ২৩শে অক্টোবর বিকেলে জিবিপি হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী এবং আহত দের শারীরিক অবস্থার খোঁজ নেন। উনাকে কাছে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন রোগীর পরিজনেরা। আর এই গোটা চিত্র মনে করিয়ে দিয়ে যায় মন্ত্রী সভার অন্যতম এক মন্ত্রীর দেওয়া এক ডায়লগ এর কথা, “কর্ম ফল তোমায় ভুগ তেই হবে” ।

বিজেপি সরকার গঠনের পর ২০১৮ সালে এবং ২০২৩ সালে বহু বিরোধী কর্মী সমর্থক দের উপর হামলা হুজ্জুতি , বাড়ি ঘর ভাংচুর , প্রাণ নাশ ঘটিয়েছে বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতী। আজ তাদের অধিকাংশই শীর্ষ স্তরের নেতা। তাদের টিকির নাগাল অব্দি পৌঁছানো ও যেন দায়। আজ বিজেপি মথার এই রক্তা রক্তি কাণ্ড দেখে যেন মনে হচ্ছে ঠিক যেমন কর্ম তেমনি ফল ভোগ করছে বিজেপি।

যদিও কোনো ধরণের রাজনৈতিক আক্রমণই প্রত্যাশিত এবং প্রশ্রয় প্রাপ্ত নয়। তবে কর্ম ফল, সেটা তো ভুগতেই হবে। শাসক শরিক দুপক্ষের এই গোষ্ঠী কোন্দল এর চিত্র দেখে অনুমেয় , এই জোট খুব একটা দীর্ঘ স্থায়ী হবার পর্যায়ে নেই।

তবে এর পেছনে অন্য কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে কিনা সেটা ও সন্দেহ রয়েছে। যদিও মুখ্যমন্ত্রী এই সমস্ত ঘটনার পেছনে জড়িত প্রকৃত দোষী দের অতিসত্বর আইনের আওতায় এনে শাস্তি প্রদানের আশ্বাস দিয়েছেন। দেখার বিষয় আই আশ্বাস বাস্তবে রূপায়িত হয় কিনা।

For All Latest Updates

ভিডিও