Charilam Road News : লালসিংমুড়া সড়কে নিম্নমানের রাস্তার কাজের প্রতিবাদে রাস্তায় নামলেন সাধারণ মানুষ। শুক্রবার সকাল থেকে স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করেন এবং দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি তোলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তার মেরামতের জন্য সরকারের পক্ষ থেকে প্রায় ১৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। এই প্রকল্পের দায়িত্ব পান ঠিকাদার সঞ্জয় দেবনাথ। অভিযোগ, তিনি নির্মাণকাজে নির্ধারিত গুণমানের সামগ্রী ব্যবহার না করে অনিয়মের আশ্রয় নেন। সিমেন্টের পরিবর্তে অতিরিক্ত বালির ব্যবহার এবং ইট বসানোর ক্ষেত্রেও গাফিলতি লক্ষ্য করা গেছে বলে অভিযোগ।
স্থানীয়দের দাবি, এই কাজ জনস্বার্থের পরিপন্থী এবং ভবিষ্যতে দুর্ঘটনার সম্ভাবনা তৈরি করবে। তাঁরা আরও অভিযোগ তোলেন যে, ঠিকাদার মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করছেন এবং নির্মাণ কাজের মান ইচ্ছাকৃতভাবে খারাপ করে তুলছেন।
প্রসঙ্গত, এই একই ঠিকাদারের বিরুদ্ধে পূর্বে বিশালগড় বিধানসভা কেন্দ্রেও দুর্নীতির অভিযোগ উঠেছিল, যা পরে সংশ্লিষ্ট বিধায়কের নজরে আসে। সেক্ষেত্রে তদন্তও শুরু হয়েছিল বলে সূত্রের খবর।
তবে চরিলাম বিধানসভা কেন্দ্রে এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয়দের প্রশ্ন, “দুর্নীতি যদি প্রমাণিত হয়, তাহলে এখনও পর্যন্ত প্রশাসন কেন নিশ্চুপ?”
এলাকাবাসীর দাবি, অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে পুরো প্রকল্পের হিসাব খতিয়ে দেখা হোক। রাস্তার কাজ পুনরায় যথাযথ মান বজায় রেখে সম্পন্ন করা হোক।
এই ঘটনার ফলে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। সড়ক অবরোধের জেরে বেশ কিছুক্ষণ যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।