Charilam News : ত্রিপুরার সিপাহিজলা জেলার চড়িলাম ব্লকের অন্তর্গত রংমালা গ্রামে বন্ধ হয়ে পড়েছে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। দীর্ঘ প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে দুরন্ত পাড়ার এই কেন্দ্রটি। ফলে এলাকার ছোট ছোট শিশুরা বঞ্চিত হচ্ছে শিক্ষা ও পুষ্টি প্রকল্পের সুযোগ থেকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রের জন্য জমি প্রদান করেছিলেন এক ব্যক্তি। প্রাথমিকভাবে তাকে চাকরি দেওয়া হলেও, পরবর্তীতে সেই সিদ্ধান্ত বদলে তাকে বাদ দিয়ে অন্য একজনকে নিয়োগ করা হয়। এর জেরেই ক্ষুব্ধ জমিদাতা তালা দিয়ে বন্ধ করে দেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি।
এভাবে দীর্ঘদিন বন্ধ থাকার ফলে, কেন্দ্রে গজিয়ে উঠেছে ঘন জঙ্গল। তৈরি হয়েছে বিষধর সাপের বাসা। শিশুরা যেমন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি ঝুঁকির মুখে পড়েছে আশপাশের এলাকাবাসীও।
অভিযোগ উঠছে, বিশালগড় ICDS অফিস, CDPO, জেলা সমাজকল্যাণ দপ্তর বা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। স্থানীয় গ্রামবাসীদের অনেকেই মুখ খুলতে ভয় পেলেও, কিছু সাহসী বাসিন্দা সামনে এসে ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন।
একজন বাসিন্দা বলেন, “টাকার বিনিময়ে কাউকে চাকরি দেওয়া হয়েছিল। পরে জমিদার অসন্তুষ্ট হয়ে তালা লাগিয়ে দেয়। প্রায় এক বছর ধরে কেন্দ্র বন্ধ, অথচ কারও কোনও হেলদোল নেই!”
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে – শিশুদের মৌলিক অধিকার রক্ষায় প্রশাসন ঠিক কোথায়? অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি দ্রুত চালু করার দাবিতে সরব হচ্ছেন এখন অনেকেই।