খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 11 October 2025 - 06:43 PM
শনিবার, ১১ অক্টোবর ২০২৫ - ০৬:৪৩ অপরাহ্ণ

Boxanagar Congress Joining : শক্তি বাড়ছে কংগ্রেসের! সিপিএম ছেড়ে অবসরপ্রাপ্ত শিক্ষক ও যুবকের যোগদান

Boxanagar Congress Joining
1 minute read

Boxanagar Congress Joining : বক্সনগর বিধানসভা কেন্দ্র থেকে এক সময়ের সিপিআইএম কর্মী ও অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুল ইসলাম এবং স্থানীয় যুবক মোহম্মদ শাহীন আজ আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে যোগ দিলেন। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান।

দুই নতুন সদস্যই দীর্ঘদিন ধরে সিপিআইএম-এর সঙ্গে যুক্ত ছিলেন এবং এলাকায় সক্রিয় রাজনৈতিক ভূমিকা পালন করতেন। তবে আজ তাঁরা নিজেদের রাজনৈতিক অবস্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে কংগ্রেসের পতাকাতলে এসে দাঁড়ালেন।

যোগদান অনুষ্ঠানে প্রদেশ সভাপতি বলেন, “আমরা আশাবাদী যে, আমিনুলবাবু ও শাহীন কংগ্রেসের নীতিকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে অগ্রণী ভূমিকা নেবেন। বক্সনগর এলাকাকে আরও সক্রিয়ভাবে কংগ্রেসের কর্মসূচিতে সম্পৃক্ত করা হবে।”

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন সময়ে দুই সদস্য বক্সনগরে কংগ্রেসের সংগঠন মজবুত করার পাশাপাশি জনসম্পৃক্ত কর্মসূচিতে অংশ নেবেন।

For All Latest Updates

ভিডিও