Bodhjung girls school students issue
বৃহস্পতি বার দুপুরে হঠাৎ করেই রাজধানীর এক বনেদী বিদ্যালয়ে একের পর এক ছাত্রী অসুস্থ হয়ে পরার ঘটনায় রীতিমতো উদ্বেগ ছরিয়ে পরে বিদ্যালয় থেকে শুরু করে অভিভাবক মহলে। জানা যায় আজ দুপুরে রাজধানীর বোধজং বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা একের পর এক মূর্ছিত হয়ে মাটিতে লুটিয়ে পরতেই তাদের নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে। খবর পাওয়া যায় যে স্কুলের স্টুডেন্ট হোস্টেলের খাবার খেয়েই নাকি তাদের এই অবস্থা। প্রায় ১০ থেকে ১৫ জন ছাত্রীর এমন অবস্থা হয়েছে। তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক ভাবে তাদের চিকিৎসা শুরু করে।
খবর পেয়ে হাসপাতালে ছুটে যান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মন্ত্রী অনিমেষ দেববর্মা। বিরোধী দলিয় ছাত্র সংগঠন এর কর্মীরাও। সকলেই চিকিৎসক দের সাথে কথা বলে তাদের দ্রুততার সাথে সুস্থ করে তোলার জন্যে বলেন।
এদিকে তিপ্রা মথা দলীয় মন্ত্রী অনিমেষ দেববর্মা ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানিয়েছেন। হোস্টেলে ছাত্রীদের জন্যে তৈরি খাবারে এধরনের ত্রুটি থাকাটা মারাত্মক বিষয়। যার পরিণাম আজকের এই ঘটনা।
এদিকে বামপন্থী দুই ছাত্র সংগঠন এসএফআই ও টিএসইউর পক্ষ থেকে ও এদিন সংগঠনের রাজ্য সম্পাদকেরা হাসপাতালে গিয়ে খোজ খবর নেন ছাত্রীদের। এধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তারাও। এর জন্যে বিদ্যালয় এবং হোস্টেল উভয় কর্তৃপক্ষের সমান দায়ভার বর্তায়। সময় মত তাদের কে হাসপাতালে নিয়ে যাওয়ায় আজ রক্ষা পেয়েছে ছাত্রীরা।
চিকিৎসক জানিয়েছেন যে তাদের গ্যাস জনিত সমস্যা দেখা দিয়েছে বেশি। যা খাওয়া দাওয়ার সমস্যা থাকার ফলেই হয়েছে। এই গোটা বিষয়ে প্রশাসনিক তদন্তের দাবি করেছেন প্রত্যেকেই।