BJP mla brother congress joining

ধনপুরে বিজেপিতে ভাঙ্গন ধরিয়ে কংগ্রেসের ঘরে এলেন খোদ বিধায়ক এর ভাই

রাজনীতির রংমঞ্চে কে আপন কে বা পর ? এই মঞ্চে আপন কেউই নাই। বলতে গেলে সবই ক্ষমতা আর রুচির সাথে পাল্লা দিয়ে পরিবর্তন শীল। তা নাহলে একই পরিবারের দুই ভাই দুই দলে ?
এমন ঘটনা অবশ্য নতুন নয়। তবে এমন ঘটনা বিজেপির ঘরে ঘটে যাওয়া মানে একটা মাইল্ড এট্যাক। এবার এই মাইল্ড অ্যাটাক হয়েছে ধনপুরের বিধায়কের। কারণ উনি বিজেপি দলীয় বিধায়ক হয়েও নিজের ভাই কে আটকে রাখতে পারলেন না নিজ দলেই।
এবার বিজেপি ও বিজেপি সমর্থিত এমএলএ বিন্দু দেবনাথের উপর থেকে আস্থা হাড়িয়ে জাতীয় কংগ্রেসের পতাকা হাতে নিলেন উনারই ভাই উত্তম দেবনাথ। আর এর সাথে সাথেই ধনপুর বাসীর মনে জাগিয়ে দিলেন এক গুচ্ছ প্রশ্ন।
উল্লেখ্য, আজ ১৯শে নভেম্বর দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জীর জন্মবার্ষিকী। আজ গোটা রাজ্য ব্যাপি কংগ্রেসের সংহতি পদযাত্রা কর্মসূচীর সমাপন হতে চলেছে। ততসঙ্গে আজ বেশ কিছু কর্মসূচী ও হাতে নিয়েছে দল। এদিকে আজকের দিনেই ধনপুর বিধানসভা কেন্দ্র যা সাধারণত বাম ঘাটি বলেই পরিচিত সেখানে বিজেপি দলীয় বিধায়কের ভাই উত্তম দেবনাথ উনার সাথে আরও বেশ কয়েকজন কে নিয়ে শামিল হয়েছেন কংগ্রেসের পতাকা তলে। এ যেন মেঘ না চাইতেই জল পাওয়ার মতো ঘটনা।
যাই হোক। এই ঘটনা আবারো বার্তা দিয়ে যাচ্ছে যে ধনপুর বাসীর মন থেকে উবে যাচ্ছে বিন্দু কিংবা বিজেপির এফেক্ট। আর সেই জায়গাতেই সুযোগ বাড়ছে বিরোধী দের। উপরন্তু বিগত এক বছরে বিন্দু দেবনাথ এর হাত ধরে ধনপুর বাসী উন্নয়নের মুখ দেখেনি বলেই বহুলাংশে চর্চা চলছে। এ জন্যেও হয়তো বহু ভোটার মুখ ফিরিয়ে নিচ্ছেন।

Leave A Reply