খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 11 October 2025 - 06:37 PM
শনিবার, ১১ অক্টোবর ২০২৫ - ০৬:৩৭ অপরাহ্ণ

BJP Booth President News : সুবিচার না পেয়ে বুথ প্রেসিডেন্ট এর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলেন নির্যাতিতা গৃহবধূ

BJP Booth President News
1 minute read

BJP Booth President News : পূর্ব দুর্লভ নারায়ন শিকারিবাড়ি এলাকায় ঘটে যায় এক নেক্কার জনক ঘটনা। দশমীর রাতে প্রসাদ নিতে গিয়ে শাসক দলীয় এক নেতার হাতে আক্রান্ত হন এক গৃহবধূ। তার স্বামী সন্তান ও এলাকাবাসীর সামনেই চালানো হয় আক্রমণ। কিন্তু এই ঘটনার পরেও এখন অব্দি ন্যায্য বিচার পাননি গৃহবধূ।

অভিযোগ শিকারিবাড়ি স্কুলের সঙ্গে একটি দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এ পূজার আয়োজক হিসেবে থাকেন নলচর মন্ডল সদস্য বিমল দাস। এ বছরও একই ভাবে পুজো আয়োজিত হয়। পূজার দশমীর দিনে সন্ধ্যা 5 ঘটিকার সময় একই এলাকার অসীম নমর স্ত্রী মনিকা সরকার নম:তার কন্যা সন্তান অঙ্কিতা নমো কে নিয়ে পূজার প্রসাদ আনতে যান ঐ দুর্গা পুজোয়।

তখন নলছর বিধানসভা কেন্দ্রের 12 নম্বর বুথ সভাপতি সুভাষচন্দ্র নম , যে কিনা আবার মনিকা সরকার নমোর দেবর হয় সে ঐ মহিলাকে তার কন্যা সন্তানের সামনেই আক্রমণ করতে থাকে বলে অভিযোগ উঠে । এই ঘটনা সামাজিকভাবে শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মন্ডল সদস্য বিমল দাস । কিন্তু সামাজিক বিচার আর হলো না।

অভিযুক্ত সুভাসচন্দ্র নম শাসক দলীয় বুথ প্রেসিডেন্ট । এজন্যেই কি বিচার পেলেন না গৃহবধূ ? এমনটাই প্রশ্ন উঠছে এলাকা জুড়ে। তাই বাধ্য হয়ে শনিবার মনিকা সরকার নম তার স্বামী সহ সোনামুড়া থানায় বুথ সভাপতি সুভাষচন্দ্র নামোর বিরুদ্ধে মামলা দায়ের করলেন।
নিজের হাতে আইন তুলে নেওয়া এই বুথ সভাপতির বিরুদ্ধে এবার সোনামুড়া থানার পুলিশ কি ভূমিকা গ্রহণ করে সেদিকে তাকিয়ে রয়েছে গোটা পরিবার। শাসক দলীয় বলে আবার এই অপরাধী পাড় পেয়ে যাবে কিনা, সেটাই সংশয়।

For All Latest Updates

ভিডিও