Bisramganj CPIM meeting

বিশ্রামগঞ্জে মানিক বাবুর উপস্থিতিতে আয়োজিত সভায় নজিরবিহীন সাড়া মিলেছে, দাবি সিপিআইএমের

বিশ্রামগঞ্জে CPI(M) এর তাক লাগানো হল সভা। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। উনার উপস্থিতিই সভায় নজির বিহীন সাড়া ফেলেছে বলে দাবী করলেন সিপিআইএম বিশ্রামগঞ্জ কমিটি।
২০২৩ এর বিধানসভা নির্বাচনের পর আজ সর্বপ্রথম বিশ্রামগঞ্জ কমিউনিটি হল রেকর্ড সংখ্যক কর্মীদের নিয়ে হল সভা করেন CPI(M) । শহীদের রক্ত হবে না ব্যর্থ – ঠিক এই স্লোগানকে পাথেয় করে পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী 108 তম মহান নভেম্বর বিপ্লব দিবস উপলক্ষ্যে বিশ্রামগঞ্জ কমিউনিটি হল ঘরে CPI(M) সিপাহীজলার জেলা কমিটির আহব্বানে সোমবার সকালে হল সভার আয়োজন করা হয়।এ দিনের হল সভায় প্রধান অতিথি হিসেবে ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা CPI(M) পলিটব্যুরোর সদস্য মানিক সরকার, CPI(M) জেলা কমিটির সম্পাদক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা, CPI(M) বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক পার্থ প্রতি মজুমদার, CPI(M) রাজ্য কমিটির সদস্য সিদ্দিকুর রহমান, টাকারজলা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক রমেন্দ্র দেববর্মা, সহ অন্যান্য CPI(M) জেলা কমিটির নেতৃত্বরা উপস্থিত ছিলেন। তবে জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে বিশ্রামগঞ্জ CPI(M) সেই হল সভাকে কেন্দ্র করে যেন কোনো রকম রাজনৈতিক উশৃংখল পরিস্থিতি তৈরী না হয় সেদিকে কঠোর নিরাপত্তা প্রদান করা হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন সংগঠনের পরিকাঠামো মজবুত করতে, জনগণের সঠিক অধিকার ধরে রাখার লক্ষ্যে সকল অংশের লোকেদের একত্রিত হয়ে রাজ্যের শাসক বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে আসতে হবে।

Leave A Reply