Bishalgarh Highway News : বিশালগড়, ত্রিপুরা – হীরের ত্রিপুরা গড়ার স্বপ্নে চোখ ধাঁধানো বিজ্ঞাপন, এলইডি স্ক্রিনে ঘুরতে থাকা উন্নয়নের গল্প—কিন্তু বাস্তবের মাটিতে পা রাখলেই বদলে যাচ্ছে চিত্র। বিশেষ করে, বিশালগড়ের হরিশনগর চা বাগান সংলগ্ন রাস্তা যেন উন্নয়নের থেকে বহু দূরে।
সাম্প্রতিক বর্ষায় রাস্তাটি একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কোথাও বড় গর্ত, কোথাও জমে থাকা জল—রাস্তায় চলাচল যেন একপ্রকার দুর্ভোগে পরিণত হয়েছে। কয়েক মাস আগে বিধায়কের গাড়ি আটকে যাওয়ার পর জরুরি ভিত্তিতে রাস্তার উপর হালকা প্রলেপ দেওয়া হয়েছিল। তখন মনে হয়েছিল, হয়তো এবার কিছুটা স্বস্তি মিলবে।
কিন্তু সে প্রলেপ যে কয়েক দিনের জন্য ছিল, এখন তা চোখে আঙুল দিয়ে প্রমাণ দিচ্ছে রাস্তার ফের খানা-খন্দে ভরা দুরবস্থা। স্থানীয় বাসিন্দাদের মতে, এ যেন রাস্তা নয়, বরং পুকুর।
এই সমস্যায় ক্ষুব্ধ এলাকাবাসী প্রশ্ন তুলেছেন—উন্নয়নের দাবি শুধু পোস্টারে আর বিজ্ঞাপনে থাকবে, নাকি বাস্তবেও কিছু দেখা যাবে? বিশেষত, যারা এরোপ্লেনের ট্র্যাকের মতো রাস্তা তৈরির প্রতিশ্রুতি দেন, তারা কি আদৌ সাধারণ মানুষের এই ভোগান্তি উপলব্ধি করেন?
তবুও আশাবাদী মানুষ। তাঁরা চান, শীঘ্রই এই সমস্যার সমাধান হবে এবং ‘উন্নয়ন’ শুধু কথার কথা না হয়ে বাস্তবে রূপ নেবে।