Bankura West Bengal Sushanta Chowdhury

বাংলায় চতুর্থ ও পঞ্চম পর্বের নির্বাচনী প্রচারে ঝড় তুললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।আগামী ২৫ মে বাঁকুড়া লোকসভা আসনে ভোট। এই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ডক্টর সুভাষ সরকারকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য বাঁকুড়া বাসীর কাছে আহ্বান জানালেন তিনি।
আগামী ২৫ মে বাঁকুড়া লোকসভা আসনে ভোট। এই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ডাঃ সুভাষ সরকারকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য প্রচারে গেলেন ত্রিপুরা সরকারের মন্ত্রী সুশান্ত চৌধুরী। রবিবার দুপুরে মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের বাঁকুড়া লোকসভার কেন্দ্রের অন্তর্গত রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে দলীয় প্রার্থী ডক্টর সুভাষ সরকার সহ রঘুনাথপুর কেন্দ্রের বিধায়ক বিবেকানন্দ বাউড়ি -ও উপস্থিত ছিলেন।

Bankura West Bengal Sushanta Chowdhury
Bankura West Bengal Sushanta Chowdhury

বৈঠকে কার্যকর্তা ও কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মন্ত্রী সুশান্ত চৌধুরী বক্তব্য রেখে বলেন, পশ্চিমবঙ্গে আতঙ্কের বাতাবরণ তৈরি করেছে শাসক দল । শুধু তৃণমূল কংগ্রেসের রাঘব বোয়ালদের গুন্ডারাজ চলছে গোটা বাংলা জুড়ে, পাশাপাশি এই শাসক দলীয় গুন্ডাবাহিনী কাটমানি, আর তুষ্টিকরণের রাজনীতিও চলছে সাধারণ জনগণকে আতঙ্কিত করে। কিন্তু বঙ্গের ভোটার সমাজ আজ অনেকটাই সচেতন। যার কারণে পশ্চিমবঙ্গের জনগন আজ এই স্বৈরাচারী সরকারের গুন্ডারাজের বিরুদ্ধে গর্জে উঠেছে, জনগন চাইছে পরিবর্তন। তাই, সারা পশ্চিমবঙ্গের সাথে বাঁকুড়াবাসীও এই লোকসভা নির্বাচনে পদ্মফুল ফুটিয়ে নরেন্দ্র মোদিকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। মন্ত্রী সুশান্ত চৌধুরী নিজের বক্তব্য রেখে আরও বলেন, মা, মাটি, মানুষের দোহাই দিয়ে ক্ষমতায় আসা মমতা ব্যানার্জীর সরকার আজ গুন্ডারাজের সরকারে পরিণত হয়েছে। জনগণের মৌলিক অধিকারকে খর্ব করে পশ্চিমবঙ্গে চলছে শুধু পিসি-ভাইপোর তুষ্টিকরণের রাজনীতি। পশ্চিমবঙ্গে বিরোধীরা আজ হেনস্থা স্বীকার তারা আজ ভূ-লুন্ঠিত, দলের কর্মী সমর্থকরা প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে স্বৈরাচারী তৃণমূলের সন্ত্রাস বাহিনী হাতে, পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করছে না।তাই পশ্চিমবঙ্গ যাতে সন্ত্রাস মুক্ত হয় সেজন্য পশ্চিমবঙ্গ বাসী এবারের লোকসভা নির্বাচনে এই স্বৈরাচারীদের জামানত জব্দ করতে প্রস্তুত হয়ে আছে বলে জানান তিনি। পাশাপাশি সুশান্ত চৌধুরী দাবি করলেন পশ্চিমবঙ্গে এবার বিজেপি ৩২ টি আসনে জয়ী হবে। মানুষ আর গ্রহণ করবে না তৃণমূল কংগ্রেসকে। এবং সেটা মানুষ বলছে বলে জানান তিনি।

Leave A Reply