Chandrapur Shani Mandir inauguration
আজ ১১ই মে আগরতলা ধলেশ্বর চন্দ্রপুর বাজার এলাকায় নব নির্মিত শ্রী শ্রী শনি দেব এর মন্দির উদঘাটন হয়। তার সাথে বাৎসরিক শনি পূজা উপলক্ষে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচী ও করা হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন যুব মোর্চা সাধারণ সম্পাদক রানা ঘোষ, মন্ডল সভাপতি চন্দ্র শেখর দেব, ৬ মন্ডল সভাপতি হীরালাল দেবনাথ, টিএসআইসি ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, বাজার সমিতির সভাপতি প্রদীপ ভৌমিক, সেক্রেটারি সজল দাস সহ বাজার কমিটির অন্যান্য সদস্য ও অগণিত ভক্তগন। সন্ধ্যে নাগাদ উপস্থিত অতিথিদের হাত ধরে নব্য নির্মিত মন্দিরের শুভ উদ্বোধন হয়। তাঁর পাশাপাশি গরীব দুঃস্থ মহিলাদের হাতে তুলে দেওয়া হয় কাপড়। আজকের এই বিশেষ আয়োজন কে নিয়ে উদ্যোক্তা তথা বাজার কমিটির সদস্যরা বলেন সাড়া বছর ব্যপিই এই চন্দ্রপুর বাজার স্থিত শনি দেবের মন্দিরে পূজার্চনা হয়ে থাকে। পুরনো মন্দির টির পরিবর্তে বাজার ও এলাকার সকলে মিলে উদ্যোগ নিয়েছিলেন এখানে এক বিশালকায় শনি মন্দির নির্মাণের জন্যে। সেই মোতাবেক গত এক মাস আগে থেকেই এই মন্দির নির্মাণের কাজ শুরু হয়। বাজার কমিটির সদস্যদের তত্বাবধানে এই সুশ্রী মন্দির নির্মাণ সম্পন্ন হয়েছে গত সপ্তাহেই। মন্দির নির্মাণে আনুমানিক ২ লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। যারা এই মন্দির নির্মাণে নিয়োজিত ছিলেন সেই শ্রমিকেরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন এই মন্দির নির্মাণ করার জন্য। অবশেষে সকলের সহযোগিতা ও শুভ কামনায় মন্দির নির্মাণ সম্পন্ন হয়েছে। আগামী দিনে এই মন্দিরেই শ্রী শ্রী শনি দেবের পূজার্চনা চলবে। ভক্তদের মাঝে নব্য নির্মিত শনি দেবের মন্দির উদ্ঘাটন নিয়ে এক অসীম উদ্দীপনা ও আনন্দ লক্ষ্য করা গেল আজ। অবশেষে প্রসাদ বিতরনের মধ্যে দিয়ে শেষ হল আজকের বিশেষ অনুষ্ঠান।