খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 11 October 2025 - 06:46 PM
শনিবার, ১১ অক্টোবর ২০২৫ - ০৬:৪৬ অপরাহ্ণ

Bangladeshi illegal Entry : অবাধে অনুপ্রবেশ চলছে ত্রিপুরায়, প্রতাপগড়ে আস্তানা গেড়েছে এক গোটা বাংলাদেশী পরিবার

Bangladeshi illegal Entry
1 minute read

Bangladeshi illegal Entry : বাংলাদেশী অনুপ্রবেশ নিয়ে যেখানে রাজ্যের একটা অংশ বিশেষ ভাবে চিন্তিত সেখানেই আরেকটা অংশ এদের কে অতিথি আপ্যায়ন করে নিজের ঘরেই ঠাই দিচ্ছে। এবার এমনই চিত্র উঠে এসেছে ১৩ প্রতাপ গড় বিধানসভা এলাকা থেকে।

রাজধানী আগরতলার প্রতাপগড় এলাকায় বাড়ি বানিয়ে বসবাস করছে এক গোটা বাংলাদেশী পরিবার এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এলাকার জনপ্রতিনিধিরা নাকি সমস্ত টা জেনেও চুপচাপ। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ সত্বেও একাংশ সমাজ দ্রোহী ও দেশ দ্রোহী এই অবৈধ অনুপ্রবেশ কারীদের কে যেচে পুষে রেখছেন।

জানা গেছে রাজধানী আগরতলা শহরের প্রতাপগড় বিধানসভার সুভাষ নগর এর ৪২ নং ওয়ার্ডের ১৯ নং বুথের নাথ পাড়া এলাকায় সাধন দাস সহ ওনার পরিবার এবং আরো কয়েকটি পরিবার মাত্র কয়েক বছর আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে এই ত্রিপুরা রাজ্যে প্রবেশ করে ।

বাংলাদেশ ছেড়ে এখানে এসে জায়গা কিনে স্থায়ী ভাবে বসবাস করতে শুরু করে পরিবারটি। এমনকি অবৈধ ভাবে কাগজ পত্র ও তৈরি করে নেয় তারা। যাতে স্থানীয় লোকেরা তাদের সহযোগিতা করেছে বলে জানা গেছে। মাত্র কয়েক হাজার টাকার বিনিময়ে আঁধার কার্ড বানিয়ে নিয়েছে তারা। তৈরি করে নিয়েছে বাকা পথে ভোটার পরিচয় পত্রও।

জানা গেছে তারা সবাই ২০২০ এর পর অর্থাৎ করোনা পরিস্থিতি চলাকালীন এই রাজ্যে অবৈধভাবে প্রবেশ করেছিল । মাত্র ৫ বছর এখানে থেকেই তারা এখানকার নাগরিকত্ব কিভাবে পেয়ে যায় সেটাই চিন্তার বিষয়। উপরন্তু রাজ্যে শাসক দলের জনপ্রতিনিধি ও প্রশাসনের চোখ এড়িয়ে এতো বড় কাণ্ড কিভাবে ঘটে যাচ্ছে, সেটাও ভেবে অবাক হতে হয়। তবে শাসক দলের লোকেরাই এধরণের মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ কারীদের আশ্রয় দিয়ে রেখছে বলে অভিযোগ উঠে আসছে।

প্রশাসন এই তদন্ত করুক। এটাই চাইছেন প্রতাপগড় বাসী।

For All Latest Updates

ভিডিও