খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 1 November 2025 - 10:01 PM
শনিবার, ১ নভেম্বর ২০২৫ - ১০:০১ অপরাহ্ণ

Bamutia Pabitra Kar : মূল্যবৃদ্ধি ও দমননীতির বিরুদ্ধে আওয়াজ তুলতেই কি নিশানায় বামেরা?

Bamutia Pabitra Kar
1 minute read

Bamutia Pabitra Kar : মানুষের পাশে দাঁড়িয়ে, তাদের স্বার্থে কাজ করতে গিয়ে আবারও আক্রান্ত হলেন বাম কর্মীরা। শনিবার সকালে বামুটিয়া বিধানসভার নরসিংগড় ভাগলপুর এলাকায় সভ্যপদ সংগ্রহ অভিযানে বেরিয়ে একদল বাইকবাহিনীর হামলার মুখে পড়লেন কৃষক নেতা পবিত্র কর ও তাঁর সঙ্গীরা। অভিযোগ, স্থানীয় শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা ভয় দেখিয়ে তাঁদের এলাকা ছাড়ার হুমকি দেয়। উদ্দেশ্য একটাই — মানুষকে বামেদের থেকে দূরে রাখা, এবং তাঁদের সামাজিক ভাবমূর্তি নষ্ট করা।

জানা গেছে, ওই বাইকবাহিনী বাম কর্মীদের ঘিরে ধরে গালিগালাজ ও করেছেন। প্রশ্ন উঠছে যে দল মানুষকে ন্যায্য মূল্য, কাজের অধিকার ও কৃষকের স্বার্থে কথা বলে, তাদেরকে ভয় দেখিয়ে থামানো যাবে? আজ যেভাবে বামেদের ওপর হামলা হচ্ছে, তাতে বোঝা যাচ্ছে রাজ্যে গণতন্ত্রের পরিসর কতটা সঙ্কুচিত।

রাজ্যজুড়ে সম্প্রতি দেখা যাচ্ছে বিরোধী দলের উপর লাগাতার চাপ, বিশেষত যারা সাধারণ মানুষের স্বার্থে সরকারের ভুলনীতি তুলে ধরছে। এই হামলাকে অনেকেই দেখছেন বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে — যেখানে ভয় দেখিয়ে ভিন্নমত স্তব্ধ করা হচ্ছে। পবিত্র করের মতো এক কৃষক নেতাকে, যিনি বছরের পর বছর মাঠে ঘাটে কৃষকের অধিকারের কথা বলেন, তাঁকেও রেহাই দেওয়া হয়নি।

কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই মূল্যবৃদ্ধি, জিএসটি, কর্মসংস্থানের অভাব ও কৃষক অসন্তোষ নতুন উচ্চতায় পৌঁছেছে। সাধারণ মানুষের দৈনন্দিন জীবন আজ দিশেহারা। বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ক্রমাগত বেড়ে চলেছে — গ্যাস থেকে শুরু করে চাল-ডাল, সবকিছুর দাম আকাশছোঁয়া। অথচ সরকারের কোনও কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।

এই অর্থনৈতিক সঙ্কট ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করতেই বিজেপি সরকার এবং তাদের রাজ্যস্তরের সহযোগীরা বিরোধী কণ্ঠস্বর দমনে মরিয়া হয়ে উঠেছে।

তবে এই ঘটনাটি বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতাসীনদের ক্রমবর্ধমান অসহিষ্ণুতার প্রতিফলন। গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে, সাধারণ মানুষকেই এখন সরব হতে হবে — যেভাবে একসময় তাঁরা দমননীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন।

মূল্যবৃদ্ধি, বেকারত্ব, কৃষকের দুরবস্থা — এই বাস্তবতার সামনে মুখ রক্ষা করতে সরকার চাইছে বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করতে। কিন্তু ইতিহাস সাক্ষী, ভয় দেখিয়ে আদর্শকে রোখা যায় না। আজ বামুটিয়ার নরসিংগড়ে যে হেনস্থা হয়েছে, সেটাই প্রমাণ করছে — বামপন্থার লড়াই আজও জীবন্ত, এবং মানুষের পাশে দাঁড়ানোর শক্তিই শেষ পর্যন্ত রাজনীতির আসল পরিচয় দেবে।

For All Latest Updates

ভিডিও