Ballot voting in Jolaibari constituency

আগামী ২৬ শে এপ্রিল জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্র সমেত অনুষ্ঠীত হতে যাচ্ছে পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে ভোটে নিযুক্ত কর্মী ও সাংবাদিকদের ব্যালট পেপারে ভোটগ্রহনের পক্রিয়া চলছে। রবিবার থেকে চলছে ভোটগ্রহনের পক্রিয়া। জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে ব্যালটে ভোটার সংখ্যা রয়েছে ৫৪৩ জন । যার মধ্যে রয়েছেন সাংবাদিকেরা ও ।
মঙ্গলবার সকাল থেকেই শুরু হয় ভোট গ্রহন প্রক্রিয়া। এদিন বেলা ১২ টা ৪০ মিনিট পর্যন্ত মোট ভোট দিয়েছে ৪৫৬ জন। ভোট গ্রহনের পক্রিয়া সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানাতে গিয়ে মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য জানান আগমী ২৬ শে এপ্রিল নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত প্রকারের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন তারা।
উল্লেখ্য, গত ১৯ শে এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনে নির্বাচন সম্পন্ন হয়েছে। সার্বিক দিক থেকে সুষ্ঠু ভাবে নির্বাচন হয়েছে। বড় ধরণের কোনো গণ্ডগোলের খবর যদিও নেই। তবে একেবারেই যে ফেয়ার নির্বাচন হয়েছে তা মোটেও নয়। বহু জায়গায় নির্বাচন কর্মী ও নিরাপত্তা রক্ষীদের গাফিলতি এবং অনিরপেক্ষ ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী শিবির ও । এমনকি ভোট দিতে গিয়ে ও নানা বাঁধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে বহু ভোটার কে। তথাপি নির্বাচন কমিশন দাবী করছেন যে সুষ্ঠু ভোট হয়েছে।
এদিন মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য জানান পশ্চিম আসনের ন্যায় আগামী ২৬ শে এপ্রিল যাতে করে সুষ্ঠভাবে ভোটগ্রহনের পক্রিয়া সম্পূর্ন হয় তারই প্রয়াস চালিয়ে যাচ্ছে মহকুমা প্রসাশন। সেক্ষেত্রে কতটা শান্তিপূর্ণ এবং সুষ্ঠু হতে পারে পূর্ব আসনের নির্বাচন সেটা চিন্তার বিষয়।
এদিন শান্তির বাজার দ্বাদশশ্রেনী বিদ্যালয়ে ব্যালট পেপারে ভোট প্রদানের জন্য দীর্ঘ লাইনে দারিয়ে থাকতে দেখা গেলো ভোটারদের। সকলেই এদিন উৎসবের মেজাজে ভোট দিয়েছেন। তবে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ইভিএম যোগে ভোট গ্রহনের ক্ষেত্রে এই সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে কি না সেটাই দেখার বিষয়।

Leave A Reply