Weather forecast for upcoming days in Tripura

খনি মিলছে না স্বস্তি। আরও কিছুদিন থাকবে এই গা জ্বালানো গরম। আবহাওয়া দপ্তরের এই সংবাদে খুশি নেই ত্রিপুরার মানুষ। কিন্তু প্রকৃতির কাছে নিরুপায় হওয়া ছাড়া পথ নেই।
সোমবার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৫ – ৬ দিন বাড়তি থাকবে তাপমাত্রা। গত কাল ত্রিপুরায় তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৩.৭ ডিগ্রি বেশি। আজকেও একই রয়েছে তাপমাত্রা। আগামী কিছুদিন ৩৫ থেকে ৪-৫ ডিগ্রি বেশি থাকবে তাপমাত্রা।
বৃষ্টির কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই। তবে ঊনকোটি, ধলাই ও উত্তর জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তাতে অবশ্য গরমে কোনো তারতম্য হবে না।
বাংলা বছরের প্রথম মাস বৈশাখেই প্রখর দাবদাহে পুড়ছে মাঠ ঘাট, হাঁসফাঁস করছে কচিকাঁচা থেকে শুরু করে বয়স্করা ও । এমন পরিস্থিতিতে গরম থেকে রক্ষা পেতে প্রচুর পরিমানে জল পান, লেবুর সরবত, ওআরএস পান করার পরামর্শ দিয়েছেন আবহাওয়া দপ্তরের আধিকারিক।
উল্লেখ্য , বিগত বছরের জুন জুলাই মাসের দিকে ঠিক এমনি তীব্র গরম অনুভত হয়েছিল। এবার অবশ্য এপ্রিল গড়াবার আগেই এই অবস্থা। অনেকেই আশংকা করছেন যে এবছরের জুন জুলাই গড়াবার আগেই বহু মানুষ এই তীব্র গরমে হতে পারেন অসুস্থ।
এই প্রখর গরমে যারা বাইরে কাজ করছেন তাদের অবশ্যই মাথায় টুপি ব্যবহার কিংবা ছাতা নিয়ে বেরুতে হবে। তাছাড়া যতটা সম্ভব রোঁদে না বেরোতেই নির্দেশ দেওয়া হচ্ছে।

Leave A Reply