Ashim Dutta Bms LeaderTripura
রাজ্যের টানা ২৫ বছরের বাম শাসনে যা ঘটেনি তাই ঘটছে বিজেপির সুশাসনে। দীর্ঘ ২৫ বছরে যে সমস্ত দুর্গতির কল্পনা ও করেননি শ্রমিকেরা , আজ বিজেপি সমর্থিত বিএমএস নেতার দৌলতে সেই শ্রমিকেরাই বিভিন্ন চক্রান্তের শিকার। খোদ শাসক দলের শ্রমিক নেতারাই স্বীকার করছেন রাজ্যের এই করুন চিত্রের কথা।
বিজেপির সুশাসনের ত্রিপুরায় খোদ বিজেপির নেতাদের কাছেই কোনো গুরুত্ব নেই বিধায়িকার। বিধায়িকার মুখের উপর ফোন কেটে দেন বিজেপি সমর্থিত বিএমএস নেতা। যে দলের বিধায়ক কিংবা বিধায়িকারাই এমন তাচ্ছিল্যের শিকার সেই দল রাজ্যে চালাচ্ছে সুশাসন ? এ কি ধরণের সুশাসন চলছে রাজ্যে? এই সুশাসন থেকে কি আদৌ রাজ্যের মানুষ উপকৃত হচ্ছেন ? এই বক্তব্য আমাদের নয়, এই অভিযোগ করছেন খোদ রাজ্যে শাসক দল বিজেপি সমর্থিত বিএমএস নেতারাই।
রাজ্যের ওএনজিসি তে প্রতি ৫ বছর অন্তর অন্তর টেন্ডারের উপর ভিত্তি করে বিভিন্ন ছোট বড় গাড়ি আনা হয়। আর সেই গাড়িতে চালক এবং খালাসির দায়িত্বে নিয়োজিত থাকেন বেশ কয়েকজন। দীর্ঘ বহু বছর যাবত এই নিয়ম চলে আসছে। একই ভাবে কিছুদিন আগেও এসএসসি লজিস্টিক কোম্পানির পক্ষ থেকে মোট ৬ টি গাড়ির টেন্ডার আসে যা কলকাতার এক ব্যাক্তি পেয়েছেন। আর টেন্ডার প্রাপকের সেক্রেটারি হিসেবে এখন এই ৬ গাড়ির দায়িত্ব বিএমএস নেতা বলে পরিচিত অসীম দত্তের হাতে। ওএনজিসি তে দীর্ঘ ২৫ বছর যাবত কর্মরত গাড়ি চালকেরা আসা করেছিলেন প্রতিবারের মতোই এই গাড়ি চালানোর দায়িত্ব ও তাদের কেই দেওয়া হবে। কিন্তু অসীম দত্ত দীর্ঘ পুরনো সেই চালকদের সাথে কোনো কথা বার্তা না বলেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নতুন গাড়ি চালক জুটিয়ে এনে এই ৬ টি গাড়ির চাবি তাদের কে হস্তান্তর করে দেয়। এই কথা জানতে পেরেই পুরনো ১২ জন কর্মী উনার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে উনি ফোন অব্দি রিসিভ করেননি। অবশেষে নিরুপায় হয়ে পুরাতন গাড়ি চালকেরা বাধারঘাট এর বিজেপি বিধায়িকা মিনা রানী সরকার কে বিষয়টি জানালে তিনি অসীম দত্ত কে ফোন করে পুরাতন গাড়ি চালকদের হাতে দায়িত্ব তুলে দেবার নিদেশ দেন। কিন্তু অসীম দত্ত বিধায়িকার কথায় বিন্দুমাত্র কর্ণপাত করেনি।
এদিকে পুরাতন শ্রমিকেরা খবর পেয়েছেন যে জনপ্রতি ১৮০০০ টাকার বিনিময়ে ৬ টি গাড়িতে নতুন চালক নিয়োগ করেছে অসীম দত্ত। মোট বেতনের মধ্যে থেকে ১৮০০০ যাচ্ছে অসিমের পকেটে। এদিকে পুরাতন শ্রমিকের পেটে লাঠি মারায় অসীম দত্তের বিরুদ্ধে ব্যপক ক্ষুব্ধ ১২ শ্রমিক। ঘটনার মোড় অন্যদিকে ঘুড়িয়ে দিতে অসীম দত্ত উল্টে ১২ জন শ্রমিকের বিরুদ্ধে তাঁর কাছে ৫ লক্ষ টাকা চাউয়ার অভিযোগে মামলা দায়ের করে । পরিবর্তে মঙ্গলবার ক্ষুব্ধ শ্রমিকেরাও আমতলী থানার দ্বারস্থ হয়ে অসীম দত্তের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেছেন।
স্পষ্ট ভাষায় বিজেপি সমর্থিত বিএমএস নেতা অসীম দত্ত এবার দালালির ব্যবসায় নেমেছেন বলেই অভিযোগ উঠেছে।