Ambassa Escough News : ত্রিপুরার আমবাসা থানার পুলিশ নেশামুক্ত ত্রিপুরা কর্মসূচির অংশ হিসেবে বড়সড় সাফল্য পেল। বেত বাগান নাকা পয়েন্টে রুটিন তল্লাশির সময় পেঁয়াজ বোঝাই লরি থেকে প্রায় এক কোটি টাকার এসকফ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
লরিটি মধ্যপ্রদেশ থেকে আসছিল বলে জানা গেছে। পেঁয়াজের বস্তার আড়ালে অত্যন্ত চতুরভাবে লুকিয়ে রাখা হয়েছিল এই নিষিদ্ধ মাদক। পুলিশ সঙ্গে সঙ্গেই গ্রেফতার করে মধ্যপ্রদেশের দুই যুবককে।
ঘটনার পরিপ্রেক্ষিতে এনডিপিএস আইনে মামলা রুজু করেছে পুলিশ এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে পাচারচক্রের বিস্তারিত তথ্য বের করার চেষ্টা চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া কফ সিরাপের আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকারও বেশি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক চক্র রাজ্যের বাইরে থেকেও ত্রিপুরায় নেশাজাতীয় দ্রব্য পাচারের চেষ্টা করছে। তবে পুলিশ এমন প্রতিটি চেষ্টা কঠোরভাবে দমন করবে।